অধ্যায় ২
১১. বোর ব্যাসার্ধের মান কত?
ক. 5.292৴10-11m
খ. 2.18৴10-18
গ. 1312৴10kJmoI-1
ঘ.3.0৴108m
১২. NH4+ আয়ন শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি?
ক. AgNO3 দ্রবণ
খ. BaCl2 দ্রবণ
গ. নেসলার দ্রবণ
ঘ. NH4OH দ্রবণ
১৩. কোন নীতির ভিত্তিতে মূলত অরবিটালসমূহে ইলেকট্রন বিন্যস্ত হয়?
ক. হুন্ডের খ. আউফবাউ
গ. পাউলির বর্জন ঘ.VSEPR
১৪. কোন অঞ্চলে H-বর্ণালির ব্র্যাকেট সিরিজের উদ্ভব ঘটে?
ক. দৃশ্যমান অঞ্চল
খ. UV অঞ্চল
গ. IR অঞ্চল
ঘ. X-ray অঞ্চল
১৫. নেসলার দ্রবণ কী?
ক. Hg2I4 খ. K2HgI4
গ. K2HgI4+KOH
ঘ. KHgI4NaOH
১৬. সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেটের সংকেত কোনটি হবে?
ক. NaHSBO2
খ. Na2HSbO7
গ. Na2H2Sb2O7
ঘ. NaHSb2O7
১৭. শিখা পরীক্ষায় কোন আয়নটি নীলাভ সবুজ বর্ণ দেখায়?
ক. Cu খ. Ca গ. Ba ঘ. K
১৮. শিখা পরীক্ষায় ইটের মতো লাল শিখা সৃষ্টি করে কোনটি?
ক. K+ খ. Cu2+
গ. Na+ ঘ. Ca2+
১৯. কোন মতবাদে পরমাণুকে সৌরজগতের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল
খ. বোর পরমাণু মডেল
গ. বোর-সমারফিল্ড পরমাণু মডেল
ঘ. রাদারফোর্ড পরমাণু মডেল
২০. নেসলার দ্রবণ দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়?
ক. Na+ খ. Al3+
গ.Cu2+ ঘ.NH4+
২১. Cu2+ আয়নের দ্রবণে অধিক NH4OH দ্রবণ যোগ করলে কী বর্ণ সৃষ্টি হয়?
ক. হালকা নীল খ. গাঢ় নীল
গ. বাদামি ঘ. সবুজ
২২. নিচের কোনটি কম্পোজিট কণিকা?
ক. ডিউটোরিয়াম খ. ডিউটেরন
গ. মেসন ঘ. ট্রিটিয়াম
সঠিক উত্তর
অধ্যায় ২: ১১. ক ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭.ক ১৮. ঘ ১৯. ঘ ২০. ঘ ২১. খ ২২. খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল