রোবট যখন শিক্ষক–সহায়ক

রোবট শিক্ষকের মতো ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারে
ছবি: সংগৃহীত

এ রোবট কী করে?
*এ রোবট একজন শিক্ষকের মতো ছাত্রছাত্রীদের শিক্ষা দিতে পারে।
*রোবট ক্লাস চলাকালে ওই বিষয়ের ওপর শিক্ষার্থীদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে।
*একই টপিক বিভিন্নভাবে বিশ্লেষণ করে পড়াতে পারে।
*শিক্ষার্থীদের অবস্থা বুঝে পড়াতে পারে।

আমি কেন এ রোবট তৈরি করলাম?

*ভালো ভালো শিক্ষক পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং আমাদের খুব প্রিয় শিক্ষকেরা পৃথিবী থেকে বিদায় নিচ্ছেন। আমাদের আর তেমন কোনো সুযোগ থাকছে না ওনাদের মূল্যবান ক্লাসগুলো উপভোগ করার। আমাদের প্রিয় শিক্ষকদের মূল্যবান জ্ঞান এবং শিখনপদ্ধতি যদি রোবটকে দিয়ে দেওয়া যায়, তাহলে রোবট দীর্ঘদিন ধরে আমাদের প্রিয় স্যারকে অনুসরণ করে পড়াতে পারবে।

*একজন শিক্ষকের পক্ষে একটা টপিকে জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে। কিন্তু একটা রোবটকে ঠিকমতো শেখানো হলে এটা থাকবে না এবং একই টপিকের ওপর বিভিন্নভাবে শেখাতে পারবে।

*উদাহরণ হিসেবে বলি, একটা অঙ্ক যদি একজন শিক্ষক দু–তিনভাবে শিখাতে পারেন, রোবটের পক্ষে সেটা ১০ ভাবে শেখানো কঠিন কোনো কিছু হবে না।

*সব প্রতিষ্ঠানে একই রকম অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষক নাও থাকতে পারেন। সাধারণত কম অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকদের কাছে শিক্ষার্থীরা একটু কম সুযোগ পেয়ে থাকে। কিন্তু সব কটি রোবটকে যদি একই মানের লেসন দিয়ে দেওয়া হয়, তাহলে এই সমস্যা থাকবে না।

*অনেক শিক্ষার্থী শিক্ষকদের প্রশ্ন করতে ভয় পায়। কারণ, তারা মনে করে, স্যার কি–না–কি মনে করবেন। কিন্তু রোবটকে প্রশ্ন করতে শিক্ষার্থীদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে আগ্রহী হবে শিক্ষার্থীরা।

*অনেক শিক্ষার্থী প্রথমবারেই শিক্ষকের পড়ানো বুঝতে পারে না। তারা ক্লাস শেষে রোবটের সহযোগিতা নিয়ে অনেকবার একই টপিক নিয়ে পড়াশোনা করতে পারে।

*একই টপিক শিক্ষকদের প্রতিবছর পড়াতে হয়। এতে প্রিয় অনেক শিক্ষকের একঘেয়েমি লাগতে পারে। রোবট এই একঘেয়েমি থেকে শিক্ষকদের মুক্তি দিতে পারবে।

Md. Rashedul Alam Rasel

রোবটের মাধ্যমে ক্লাস পরিচালনা করা?

চ্যালেঞ্জ
১. শিক্ষক যখন ক্লাস নেন, তখন শুধু পড়ান না। ক্লাস ম্যানেজ করার ব্যাপার থাকে। কেউ ক্লাসে অসৌজন্যমূলক আচরণ করছে কি না, এগুলো দেখা এবং প্রয়োজন হলে শাস্তি দেওয়া।
২.
শিক্ষার্থীদের ক্লাসে পড়া সম্পর্কে প্রশ্ন করা।
৩.
সামাজিক রীতিনীতি, মূল্যবোধ ও আদব শেখানো।

সমাধান
১.
ক্লাস পরিচালনা করার জন্য একজন শিক্ষক প্রতিনিধি থাকা।
২.
এটা পরবর্তী ভার্সনে করা হবে। এখন শিক্ষক প্রতিনিধি এ কাজ করবেন।
৩.
রোবটের ক্লাস লেসনে এ ব্যাপারগুলো থাকবে এবং প্রয়োজনে শিক্ষক প্রতিনিধি এ কাজ করবেন।

রোবটকে কীভাবে লেসন দিতে হয়?
*ক্লাস লেসনের ভিডিও, অডিও অথবা টেক্সট দিতে হবে।
*ওই লেসনের ওপর প্রশ্ন এবং উত্তর দিতে হবে।
*কম্পিউটারের একটি সফটওয়্যারের মাধ্যমে এগুলো রোবটে প্রবেশ করাতে হবে।
সাধারণ ভিডিও, অডিও অথবা টেক্সট লেসন এবং রোবট লেসনের মধ্যে পার্থক্য কী?
*সাধারণ অডিও ভিডিও লেসনের শিক্ষার্থীদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করার সুযোগ থাকে না। শিক্ষার্থী অডিও–ভিডিওর পাশাপাশি ওই লেসনের ওপর প্রশ্ন করে রোবট থেকে সঠিক উত্তর জেনে নিতে পারবে।
*রোবটের ভিডিও ও অডিও কন্ট্রোল শিক্ষার্থীদের প্রশ্নের ওপর নির্ভরশীল।
*রোবট একটি টপিক পড়ানো শিক্ষার্থীরা কোনো প্রশ্ন করলে রোবট তাকে সঠিক উত্তরটি ভিডিও বা অডিও আকারে দেবে এবং পুনরায় আবার আগের জায়গা থেকে শুরু করবে, যা কিনা সাধারণ অডিও-ভিডিওতে অসম্ভব।
কোথায় ব্যবহার করা যাবে?
*বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান
*ইন্ডাস্ট্রিতে ট্রেনিংয়ের জন্য

এটার দাম কেমন হতে পারে?
এটা নির্ভর করছে ক্লাসরুমের ডিজাইনের ওপর। তবে স্বাভাবিকভাবে এটার দাম একটা ভালো মানের ল্যাপটপের দামের বেশি নয়।

*অনিত কুমার রায়, প্রোগ্রামার