শিক্ষকদের উত্তর

প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠানো প্রশ্নের উত্তর ছাপা হচ্ছে পড়াশোনা পাতায়। উত্তরগুলো দেখে নাও। প্রশ্নের উত্তর দিয়েছেন দীদারচৌধুরী।

  মো. সামিউল রেজা

    পঞ্চম শ্রেণি

    ন্যাশনাল আইডিয়াল স্কুল, ঢাকা

প্রশ্ন: ইংরেজি পরীক্ষায় ৭ নম্বর প্রশ্নে থাকবে Personal Letter। এই Personal Letter-এর হেডিং কী দিয়ে শুরু করব? তারিখ দিয়ে, না স্থানের নাম দিয়ে?

উত্তর: ইংরেজি বিষয়ের Personal letter-এর হেডিংয়ে প্রথমে স্থানের নাম ও ঠিকানা পরে তারিখ লেখাই ভালো।

প্রশ্ন: প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ওএমআর ফরম পূরণ করতে হবে কি?

উত্তর: না, সমাপনী পরীক্ষায় ওএমআর ফরম পূরণ করতে হবে না। পরীক্ষার খাতায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, বিষয়, পরীক্ষার্থীর স্বাক্ষর, তারিখ ইত্যাদি লিখতে হয়।

  লায়লা

    পঞ্চম শ্রেণি, মানিকগঞ্জ

প্রশ্ন: বিজ্ঞানের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্ন কি ছাপা হবে?

উত্তর: বিজ্ঞানের যোগ্যতাভিত্তিক কাঠামোবদ্ধ প্রশ্ন খুব শিগগির আমাদের নিয়মিত পাতায় ছাপা হবে।

  মায়িশ মুমতাজ ইরতিজা

    পঞ্চম শ্রেণি

    শিশুনিকেতন, কুড়িগ্রাম

প্রশ্ন: অঙ্ক কি এক পৃষ্ঠায় করতে হবে? এক অঙ্ক দুই পৃষ্ঠায় করলে কি কাটা দেবে?

উত্তর: গাণিতিক সমস্যা এক পৃষ্ঠায় শেষ করাই উত্তম। দুই পৃষ্ঠায় করলেও তেমন কোনো সমস্যা হবে না। তবে একটামাত্র লাইনের জন্য যেন অন্য পৃষ্ঠায় যেতে না হয় সেদিকে সচেতন থাকা দরকার।

প্রশ্ন: লেটার বা চিঠি কি দুই পৃষ্ঠায় লেখা যাবে? আবেদনপত্র কি দুই পৃষ্ঠায় লেখা যাবে?

উত্তর: লেটার বা চিঠি দুই পৃষ্ঠায় লেখা যাবে। তবে আবেদনপত্র এক পৃষ্ঠায় লেখাই উত্তম।

  শিবাজী দেব সৈকত

    পঞ্চম শ্রেণি

    বুরুঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট

প্রশ্ন: হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার প্রশ্নোত্তর কী ছাপবেন না?

উত্তর: হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষার শূন্যস্থান পূরণ ছাপা হচ্ছে। সঠিক উত্তরটি খাতায় লেখো প্রশ্নের উত্তরও ছাপা হবে।

  জিনিয়া আহমেদ জিমি

    পঞ্চম শ্রেণি

    কামাল কাছনা, রংপুর

প্রশ্ন: সমাপনী পরীক্ষার জন্য ইংরেজি কম্পোজিশন কত লাইনে লিখলে পূর্ণ নম্বর পাওয়া যাবে?

উত্তর: ইংরেজি কম্পোজিশনটি প্রশ্নপত্রে দেওয়া cues/question/hints-এর আলোকে ১০ থেকে ১৫ বাক্যে লিখলে ভালো হবে।

প্রাথমিক সমাপনীর বিষয়ভিত্তিক পড়াশোনা সংক্রান্ত সমস্যা নিয়ে প্রশ্ন পাঠানোর ঠিকানা

পড়াশোনা, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা।

-মেইল [email protected]