ষষ্ঠ শ্রেণি - বাংলা | বাগর্থ : বহুনির্বাচনি প্রশ্ন

বাগর্থ

১. শব্দ ও বাক্যের অর্থের আলোচনাকে কী বলে?

ক. দ্বিরুক্ত খ. সমশব্দ

গ. বাগর্থ ঘ. প্রতিশব্দ

২. শব্দ ও বাক্যের অর্থের আলোচনা করাকে কী বলে?

ক. বাগধারা খ. বানান

গ. বাগর্থ ঘ. অভিধান

৩. দুটি শব্দ যখন ধ্বনিগত দিক থেকে একই রকম শোনায় কিন্তু অর্থের দিক থেকে ভিন্ন হয়, তখন একে কী বলে?

ক. সমশব্দ খ. সমার্থক শব্দ

গ. বিকল্প শব্দ ঘ. রূপক

৪. সমশব্দের অপর নাম কী?

ক. বিকল্প শব্দ

খ. সমার্থ শব্দ

গ. সমোচ্চারিত শব্দ

ঘ. রূপক

৫. ‘কুল’-এর সমশব্দ কী?

ক. কল খ. কাল

গ. বরই ঘ. কিনারা

৬. ‘কৃতি’-এর সমশব্দ কী?

ক. ভালো খ. মেধাবী

গ. মেধা ঘ. কাজ

৭. যেসব শব্দ সমান বা একই শব্দ প্রকাশ করে, তাকে কী বলে?

ক. বিকল্প শব্দ

খ. সমার্থক শব্দ

গ. সমোচ্চারিত শব্দ

ঘ. রূপক

৮. কোনটি ‘পাহাড়’ শব্দের সমার্থক শব্দ নয়?

ক. পর্বত খ. শৈল

গ. গিরি ঘ. ধরণি

৯. ‘শশাঙ্ক’-এর সমার্থক শব্দ কোনটি?

ক. খরগোশ খ. সমুদ্র

গ. সূর্য ঘ. চাঁদ

১০.‘চোখ’-এর সমার্থক শব্দ কোনটি নয়?

ক. আঁখি খ. নেত্র

গ. লোচন ঘ. দেখা

সঠিক উত্তর

বাগর্থ: ১.গ ২.গ ৩.ক ৪.গ ৫.ঘ ৬.ঘ ৭.খ ৮.ঘ ৯.ঘ ১০.ঘ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন