ষষ্ঠ শ্রেণি - বাংলা | মুজিব : বহুনির্বাচনি প্রশ্ন

মুজিব

২১. ‘সোনার ধান’ বলতে কবি কী বুঝিয়েছেন?

ক. দামি ধান

খ. সোনার তৈরি ধান

গ. সোনালি রঙের ধান

ঘ. দেশের ধান

২২. শিশুর মধুর হাসিতে বঙ্গবন্ধুর কোন রূপ খুঁজে পাওয়া যাবে?

ক. চিরতরুণ খ. চিরনবীন

গ. চিরশিশু ঘ. চিরকিশোর

২৩. বাঙালির ঘর ভরে যায় কার মধুর হাসিতে?

ক. শিশুর খ. ফুলের

গ. পাখির ঘ. ফসলের

২৪. শেখ মুজিবুর রহমান বাঙালির মনে কী জাগিয়েছিলেন?

ক. ধনী হওয়ার স্বপ্ন

খ. বাংলা ভাষা প্রতিষ্ঠার স্বপ্ন

গ. স্বাধীনতার স্বপ্ন

ঘ. পাকিস্তানিদের প্রতিরোধের স্বপ্ন

২৫. মুজিব কবিতায় কবি ‘শ্যামল’ বলতে কী বুঝিয়েছেন?

ক. ছায়াঘন খ. স্নিগ্ধ

গ. মধুর ঘ. সুন্দর

২৬. ‘মুজিব’ কবিতাটি পাঠ করে শিক্ষার্থীদের মনে কী জাগবে?

ক. দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা

খ. মানুষের প্রতি ভালোবাসা

গ. রাজনীতির প্রতি ভালোবাসা

ঘ. দেশের প্রতি ভালোবাসা

২৭. মুজিব ও শিশুটির কাছে সবার প্রত্যাশা কী?

ক. সবার ডাকে সাড়া দেওয়া

খ. নিজেকে বিলিয়ে দেওয়া

গ. চিরদিন সুখে থাকা

ঘ. একা হয়ে না থাকা

২৮. ‘বালুর পলি পড়ে উৎপন্ন যে চর’—এককথায় কী বলে?

ক. বালুচর খ. উপত্যকা

গ. পলিভূমি ঘ. উঁচু ঢিবি

২৯. ‘কচিকাঁচার মেলা’ কী?

ক. একটি শিশু-কিশোর সংগঠন

খ. একটি শিশু-কিশোর বিভাগ

গ. একটি শিশু-কিশোর নীতিমালা

ঘ. একটি শিশু পত্রিকা

সঠিক উত্তর

মুজিব: ২১.গ ২২.গ ২৩.ক ২৪.গ ২৫.খ ২৬.ক ২৭.ক ২৮.ক ২৯.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন

পরবর্তী দিনের পড়া