ষষ্ঠ শ্রেণি - বাংলা ১ম পত্র | মাদার তেরেসা : বহুনির্বাচনি প্রশ্ন

মাদার তেরেসা

১১. মাদার তেরেসা কত সালে জন্মগ্রহণ করেন?

ক. ১৯১০ খ. ১৯২০

গ. ১৯৩০ ঘ. ১৯৪০

১২. মাদার তেরেসা কত সালে মৃত্যুবরণ করেন?

ক. ১৯৮৫ খ. ১৯৮৭

গ. ১৯৯২ ঘ. ১৯৯৭

১৩. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?

ক. ইংল্যান্ডে খ. ভারত

গ. আফ্রিকা ঘ. আলজেরিয়া

১৪. কত সালে মাদার তেরেসা ‘লরেটো সিস্টার্স’ থেকে বিদায় নেন?

ক. ১৯৪৭ খ. ১৯৪৯

গ. ১৯৫১ ঘ. ১৯৫২

১৫. কত বছর বয়সে মাদার তেরেসা ‘লরেটো সিস্টার্স’–এ যোগ দেন?

ক. ১২ খ. ১৬

গ. ১৭ ঘ. ১৮

১৬. ‘লরেটো সিস্টার্স’–এ মাদার তেরেসা কত বছর প্রশিক্ষণ নেন?

ক. ৩ বছর খ. ৪ বছর

গ. ৫ বছর ঘ. ৬ বছর

১৭. মাদার তেরেসার ‘লরেটো সিস্টার্স’ সংগঠনটি ১৯২৮ সালে কোথায় কাজ করত?

ক. তৎকালীন বাংলায়

খ. ব্রিটিশ শাসনাধীন ভারতে

গ. তৎকালীন বার্মায়

ঘ. তৎকালীন নেপালে

১৮. মাদার তেরেসা লরেটো সিস্টার্সদের আশ্রমে কিসের প্রশিক্ষণ নেন?

ক. নেত্রী হওয়ার খ. নান হওয়ার

গ. নার্স হওয়ার ঘ. শিক্ষক হওয়ার

১৯. দার্জিলিংয়ে কত বছর নান হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেন মাদার তেরেসা?

ক. ৩ বছর খ. ৮ বছর

গ. ১২ বছর ঘ. ১৮ বছর

২০. শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের জন্য মাদার তেরেসা কোনটি তৈরি করেন?

ক. প্রেম নিবাস খ. নবজীবন আবাস

গ. শিশু আবাস ঘ. নির্মল হৃদয়

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১১.ক ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.ক ১৭.খ ১৮.খ ১৯.ক ২০.খ

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন