এসএসসি পরীক্ষা : সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ২০২১ সালের এসএসসি পরীক্ষার সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস প্রকাশ করেছে । উক্ত সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থীদের ২০২১ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে । কোন বিষয়ের কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন থাকবে তা দেওয়া হলো ।

বাংলা ১ম পত্র

গদ্য: সুভা, আম আটি ভেপুঁ, মানুষ মুহাম্মদ (সা.), শিক্ষা ও মনুষত্ব, প্রবাস বন্ধু, মমতাদি, একাত্তরের দিনগুলি, সাহিত্যের রূপ ও রীতি।

কবিতা: বঙ্গবাণী, কপোতাক্ষ নদ, মানুষ, পল্লিজননী, রানার, আমার পরিচয়, স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো।

সহপাঠ: কাকতারুয়া, বহিপীর।

বাংলা ২য় পত্র

দ্বিতীয় অধ্যায়: ধ্বনিতত্ত্ব, সন্ধি।

তৃতীয় অধ্যায়: দ্বিরুক্ত শব্দ, পদাশ্রিত নির্দেশক, সমাস, উপসর্গ, কৃৎ-প্রত্যয়ের বিস্তারিত আলোচনা, তদ্বিত প্রত্যয়, শব্দের শ্রেণিবিভাগ।

চতুর্থ অধ্যায়: পদ-প্রকরণ, ক্রিয়াপদ, কারক ও বিভক্তি এবং সম্বন্ধ পদ ও সম্বোধন পদ, অনুসর্গ বা কর্মপ্রচনীয় শব্দ।

পঞ্চম অধ্যায়: বাক্য প্রকরণ, শব্দের যোগ্যতার বিকাশ ও বাগধারা ।

নির্মিত অংশ: সারমর্ম ও সারাংশ লিখন, ভাবসম্প্রসারণ, পত্রলিখন, অনুচ্ছেদ, প্রতিবেদন, প্রবন্ধ রচনা।

ইংরেজি ১ম পত্র

Unit : 3,4,5,7,10,11.

Unseen Passage:

1. Information transfer

2. Summarizing 3. Matching .

Writing:

1. Writing a paragraph answering questions

2. Completing a story

3. Emails 4. Writing dialogue.

ইংরেজি ২য় পত্র

Grammar :

1. Gap frilling activities with clues (prepositions, articles, parts of speech)

2. Gap frilling activities without clues (prepositions, articles, parts of speech)

3. Substitution table

4. Right forms of verbs

5. Changing sentences (change of voice, change of degrees,affirmative to negative , assertive to exclamatory, exclamatory to assertive, assertive to imperative)

6. Use of suffix and prefix

7. Tag questions 8. Punctuations.

Writing Part :

1. Writing CV with cover letter

2. Formal letters (complaint letter, notice, purchase order, responses to an order/requests etc.)

3. Writing paragraph.

গণিত : অধ্যায়–২, ৩, ৮, ৯, ১৭।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি : অধ্যায়–১, ২, ৪।

পদার্থবিজ্ঞান: অধ্যায়–১, ২, ৪, ৮, ১১।

রসায়ন : অধ্যায়–৩, ৪, ৫, ১১।

জীববিজ্ঞান : অধ্যায়– ২, ৪, ১১, ১২।

বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : অধ্যায়– ১, ২, ৩, ১১, ১২, ১৩, ১৪।

পৌরনীতি ও নাগরিকত্ব: অধ্যায়–১, ৪, ৬, ৭, ১০।

অর্থনীতি: অধ্যায়– ১, ২, ৩, ৬, ৯।

হিসাববিজ্ঞান: অধ্যায়– ২,৩, ৬,৭, ৯,১০।

ব্যবসায় উদ্যোগ: অধ্যায়–১,২,৩,৪, ৮,৯ ।

ফিন্যান্স ও ব্যাংকিং: অধ্যায়–১, ৩, ৪, ৫, ৯, ১০।

বাংলাদেশের ও বিশ্বপরিচয়: অধ্যায়–১, ২, ৪, ৬, ১০, ১১, ১৬।

বিজ্ঞান: অধ্যায়–১,২, ৫, ৭,৯,১২ ।

কৃষিশিক্ষা: অধ্যায়–১,২, ৪ ।

গার্হস্হ্য অর্থনীতি: ক বিভাগ: অধ্যায়– ৪, ৫।

খ বিভাগ: অধ্যায়– ৭ ।

গ বিভাগ : অধ্যায়–১০,১৩।

ঘ বিভাগ: অধ্যায়–১৫।

ভূগোল ও পরিবেশ:

অধ্যায়–১, ২, ৪, ৬, ৮, ১০।

উচ্চতর গণিত: অধ্যায়– ৭,৮,৯,১১ ।

ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা:

অধ্যায়–১: পাঠ–১,২,৩, ৪, ৫,৬ ।

অধ্যায়–২: পাঠ–১, ৯,১০,১১, ১২, ১৩, ২১,২৪।

অধ্যায়–৩: পাঠ–১,২,৩, ৬ ।

অধ্যায়–৪: পাঠ–১,২,৩, ১৬, ১৭,১৮।

অধ্যায়–৫: পাঠ–১,২,৩, ৪, ৫।

হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা: অধ্যায়–২,৩, ৪, ৫, ৯।

বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা: অধ্যায়–১,২,৩, ৪, ৭, ১১ ।

খ্রিষ্ট ধর্ম ও নৈতিক শিক্ষা: অধ্যায়–১,২,৯,১০,১১,১৫।

চারু ও কারুকলা: অধ্যায়–১,৪,৫,৬।

ব্যবহারিক : অধ্যায়–৪,৫,৬।

ক্যারিয়ার শিক্ষা: অধ্যায়–১,২।

শারীরিক শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান ও খেলাধূলা: অধ্যায়–৩,৭, ১০ ।