সপ্তম শ্রেণি – বিজ্ঞান । অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

১. শ্বসন কী ধরনের ক্রিয়া?

ক. মুখ্য খ. বিপাকীয়

গ. গৌণ ঘ. শারীরিক

২. বায়ু দেহ অভ্যন্তরে প্রবেশ করে—

i. পাতার পত্ররন্ধের মাধ্যমে

ii. কাণ্ডের লেন্টিসেলের মাধ্যমে

iii. অন্তঃকোষের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৩. পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো কিসের সাহায্যে অক্সিজেন শোষণ করে?

ক. পাতা খ. কাণ্ড

গ. মূল ঘ. সমগ্র দেহতল

৪. নিম্নশ্রেণির প্রাণীতে শ্বসন হয়—

i. ত্বকের মাধ্যমে

ii. লেন্টিসেলের মাধ্যমে

iii. ট্রাকিয়ার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৫. মাছ ও ব্যাঙাচি শ্বসন সম্পন্ন করে কীভাবে?

ক. ফুলকা দিয়ে খ. ফুসফুস দিয়ে

গ. ট্রাকিয়া দিয়ে ঘ. দেহতল দিয়ে

৬. স্থলজ মেরুদণ্ডীরা শ্বসন সম্পন্ন করে কীভাবে?

ক. ফুসফুস দিয়ে খ. দেহ দিয়ে

গ. ট্রাকিয়া দিয়ে ঘ. ফুলকা দিয়ে

৭. ফুসফুসের বায়ুথলি গঠনকারী পাতলা কোষের নাম কী?

ক. এপিথেলিয়াল খ. ট্রাকিয়া

গ. ফুলকা ঘ. অ্যালভিওলাস

উদ্দীপকের চিত্র দেখে ৮, ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

৮. চিত্রের ‘W’ চিহ্নিত অংশটির নাম কী?

ক. অ্যালভিওলাস

খ. ব্রঙ্কাস

গ. ব্রঙ্কিওল

ঘ. ট্রাকিয়া

৯. উদ্দীপকের কোন অংশটিতে O2 ও CO2 এর বিনিময় ঘটে?

ক. W খ. X

গ. Y ঘ. V

১০. চিত্রের ‘V’ এর সংক্রমণে কোন রোগটি হয়?

ক. অ্যাজমা

খ. ব্রঙ্কাইটিস

গ. নিউমোনিয়া

ঘ. যক্ষ্মা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১.খ ২.ঘ ৩.ঘ ৪.খ ৫.ক ৬.ক ৭.ক ৮.খ ৯.গ ১০.খ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন