সপ্তম শ্রেণি - বাংলা ১ম পত্র | পাখি : বহুনির্বাচনি প্রশ্ন

পাখি

৪২. বন্দুকের গুলির শব্দ শুনে বুনো হাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে ওড়ে কেন?

ক. ভয়ে খ. পালিয়ে যেতে

গ. আনন্দে ঘ. খাদ্যের সন্ধানে

৪৩. কুমু আহত পাখিকে লেপের মধ্যে রাখতে চায় কেন?

ক. পালিয়ে যেতে দেবে না বলে

খ. গরম জায়গার ব্যবস্থা করতে

গ. বিড়ালের হাত থেকে বাঁচাতে

ঘ. দিম্মার ভয়ে

৪৪. লাটু আহত পাখিটির জন্য লেবুগাছের ডালে ঝুড়ি বেঁধে দিল কেন?

ক. যাতে উড়ে যেতে না পারে

খ. যাতে কেউ ধরতে না পারে

গ. যাতে অন্য পাখিরা দেখতে না পায়

ঘ. যাতে পড়ে না যায়

৪৫. কুমু মা-বাবাকে চিঠি লিখেছিল কেন?

ক. পাখিশিকারিদের কথা জানাতে

খ. দিম্মার বাড়ির কথা জানাতে

গ. তার সেরে ওঠার কথা জানাতে

ঘ. পাখির সেরে ওঠার কথা জানাতে

৪৬. কুমুর পাখিটা হঠাৎ ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল কেন?

ক. অন্য পাখিদের দৃষ্টি আকর্ষণ করতে

খ. কাক আক্রমণ করলে

গ. অন্য পাখির সঙ্গী হতে

ঘ. তার বিপদের কথা জানাতে

৪৭. বুনো হাঁসটার একটা ডানা একটু ছোট হয়ে গেছে কেন?

ক. গুলি লাগার কারণে

খ. লাটু মলম লাগিয়েছে বলে

গ. ঝড়ে ভেসে যাওয়ার কারণে

ঘ. বিড়াল কামড়ে দিয়েছে বলে

৪৮. কুমুর পাখিটি দল থেকে অনেক পিছিয়ে থাকার কারণ কী?

ক. খাবারের প্রভাবে দুর্বল হয়েছিল বলে

খ. পাখিটি অনেক দিন আহত ছিল বলে

গ. দলটি অপরিচিত ছিল বলে

ঘ. দলটি পাখিটিকে সঙ্গে নিতে চায়নি বলে

৪৯. কুমু পাখিটিকে কেন গরম জায়গায় রাখতে চায়?

ক. শীত থেকে বাঁচাতে

খ. দিম্মার ভয়ে

গ. ডিম পাড়াতে

ঘ. জীবন বাঁচাতে

৫০. পাখিটি ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল কেন?

ক. ছুটে যেতে খ. স্বভাববশত

গ. ভয় পেয়ে ঘ. ক্ষুধার কারণে

৫১. দিদিমা পাখির সেবা করতে নিষেধ করতে পারেন কেন?

ক. অযথা সময় নষ্ট হয় বলে

খ. রোগ-সংক্রমণ হতে পারে বলে

গ. পড়ালেখায় ক্ষতি হবে বলে

ঘ. স্থান নোংরা করবে বলে

সঠিক উত্তর

পাখি: ৪২.ক ৪৩.খ ৪৪.ঘ ৪৫.গ ৪৬.গ ৪৭.ক ৪৮.খ ৪৯.ক ৫০.গ ৫১.ঘ

খন্দকার আতিক, শিক্ষক, উইলস লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন