সপ্তম শ্রেণি - বিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ৪

৬১. অক্সিজেন খাদ্যের সঙ্গে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?

ক. রক্তকণিকা খ. শক্তি

গ. হিমোগ্লোবিন ঘ. লসিকা

৬২. ফুসফুস আয়তনে ছোট হয় কোন পর্যায়ে?

ক. বহিঃশ্বসন খ. প্রশ্বাস

গ. অন্তশ্বসন ঘ. নিশ্বাস

৬৩. রক্তের লোহিত কণিকায় রঞ্জক পদার্থের নাম কী?

ক. অক্সিহিমোগ্লোবিন

খ. অক্সিগ্লোবিন

গ. হিমোগ্লোবিন

ঘ. অক্সিটক্সিন

৬৪. হিমোগ্লোবিন রঞ্জক কী পরিবহন করে?

ক. অক্সিজেন

খ. সালফার

গ. কার্বন মনোক্সাইড

ঘ. হাইড্রোজেন

৬৫. প্রশ্বাস বলতে পরিবেশ থেকে কোনটি গ্রহণকে বুঝি?

ক. অক্সিজেনযুক্ত বায়ু গ্রহণ

খ. কার্বন ডাই–অক্সাইডযুক্ত বায়ু গ্রহণ

গ. হাইড্রোজেন বায়ু গ্রহণ

ঘ. অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইডযুক্ত বায়ু গ্রহণ

৬৬. মানুষের দেহের কোন অংশ ব্রংকাইটিসে আক্রান্ত হয়?

ক. গলবিল খ. অগ্নাশয়

গ. শ্বাসনালি ঘ. পাকস্থলী

৬৭. শ্বাসনালির সংক্রমণকে কী বলে?

ক. অ্যাজমা খ. যক্ষ্মা

গ. নিউমোনিয়া ঘ. ব্রংকাইটিস

৬৮. বিসিজি টিকা দেওয়ার সময় কোনটি?

ক. জন্মের দুই মাস পর

খ. জন্মের তিন মাস পর

গ. জন্মের পর থেকে এক বছরের মধ্যে

ঘ. জন্মের সময়

৬৯. নিউমোনিয়া হয়—

i. ভাইরাসের সংক্রমণে

ii. ব্যাকটেরিয়ার সংক্রমণে

iii. ঠান্ডা লেগে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

৭০. ব্রংকাইটিসের লক্ষণ—

i. কাশি ও শ্বাসকষ্ট হয়

ii. জ্বর হয়

iii. মাথাব্যথা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৪: ৬১.খ ৬২.ঘ ৬৩.গ ৬৪.ক ৬৫.ক ৬৬.গ ৬৭.ঘ ৬৮.গ ৬৯.গ ৭০.ক

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন