সময়ের ব্যবস্থাপনার ওপর জোর দেবে | এইচএসসি পরীক্ষা ২০২১

ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক

এইচএসসি পরীক্ষা এখন দোরগোড়ায়। এখনঃ

  • প্রস্তুতি নিয়ে কোনো টেনশন করবে না।

  • মাথা ঠান্ডা রেখে রিভিশন দেবে আর পরীক্ষায় অংশগ্রহণ করবে।

  • পরীক্ষা চলাকালীন বেশি গুরুত্ব দেবে সময়ের সঠিক ব্যবস্থাপনার ওপর।

  • সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর প্রদানের ক্ষেত্রেও তোমাদের সচেতন হতে হবে।

  • দীর্ঘদিন লেখার অভ্যাস না থাকার কারণে অনেকের হাতের লেখা ধীরগতি হয়ে পড়তে পারে। তাই পরীক্ষা চলাকালীন নির্দিষ্ট সময়ের মধ্যে যেন লিখে শেষ করতে পারো, সেই অনুযায়ী নিজেকে তৈরি করে নেবে।

  • তোমাদের সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে। খেয়াল রাখবে কোনোটির উত্তর অনেক দীর্ঘ আবার কোনোটির উত্তর যেন অনেক ছোট না হয়ে যায়।

  • তোমরা প্রায় সব কটি প্রশ্নের উত্তরই পারবে। তাই যে ধরনের প্রশ্নের উত্তর করলে ভালো নম্বর পাবে, সেগুলো নির্বাচন করবে।

  • তবে প্রশ্ন নির্বাচনে সময়ক্ষেপণ না করে দ্রুততার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে, যাতে নির্দিষ্ট সময়ে উভয় ধরনের প্রশ্নের উত্তরই ভালোভাবে লিখে শেষ করতে পারো।

    তোমাদের সবার পরীক্ষা ভালো হোক—সে কামনাই করছি।

ব্রিগেডিয়ার জেনারেল তায়েফ উল হক, এনডিসি, পিএসসি, অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা