অধ্যায় ১
১২. সমাজকর্মে ত্রিবিধ ভূমিকা বলতে কী বোঝায়?
ক. প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক
খ. পরিচর্যা, প্রতিকার ও বস্তুগত সহায়তামূলক
গ. পরামর্শ, পরিচর্যা ও উন্নয়নমূলক
ঘ. পরিবর্তন, পরামর্শ ও অবস্তুগত সহায়তামূলক
১৩. সমাজকর্মের উদ্ভব ঘটেছে—
i. সামাজিক সমস্যা সমাধানের লক্ষ্যে
ii. মানুষকে তার সামাজিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য স্থাপনের লক্ষ্যে
iii. মানুষের বহুমুখী চাহিদা পূরণের লক্ষ্যে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. সমাজকর্মের ইংরেজি কোনটি?
ক. Social Science
খ. Sociology
গ. Social work
ঘ. Social welfare
১৫. সমাজকর্ম কীভাবে সেবা প্রদান করে?
ক. উৎসাহের মাধ্যমে
খ. সুনির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে
গ. অর্থের মাধ্যমে
ঘ. মনগড়া মতো
১৬. সমাজকর্ম হলো এমন এক সেবাব্যবস্থা, যা—
i. ব্যক্তিকেন্দ্রিক
ii. দলকেন্দ্রিক
iii. সমাজকেন্দ্রিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
জনাব মিলন একজন পেশাজীবী। তিনি তার পেশার ভিত্তিতে সমাজের ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যায় সাহায্যকারীর ভূমিকা পালন করেন।
১৭. জনাব মিলনকে কী হিসেবে আখ্যায়িত
করা যাবে?
ক. সমাজসেবক
খ. পেশাদার সমাজকর্মী
গ. স্বেচ্ছাসেবক
ঘ. সমাজতত্ত্ববিদ
১৮. জনাব মিলনের মতো পেশাজীবী হতে হলে—
i. সুনির্দিষ্ট বিষয়ে জ্ঞান অর্জন
করতে হবে
ii. পেশার নীতি ও মূল্যবোধ
জানতে হবে
iii. সমাজকর্মে কমপক্ষে মাস্টার্স ডিগ্রি অর্জন করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ১: ১২. ক ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. গ ১৮. ক