হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা নিও। হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ে নতুন মানবণ্টন অনুসারে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে ১৫টি। প্রতিটির নম্বর থাকবে ১ করে।
প্রশ্ন: সমবেত উপাসনা কীভাবে করতে হয়?
উত্তর: একসঙ্গে বসে উপাসনা করাকে বলে সমবেত উপাসনা। এ জন্য সপ্তাহে একটা নির্দিষ্ট দিন ও সময় ঠিক করতে হবে। সেদিন সকলে মন্দিরে বা পবিত্র স্থানে মিলিত হতে হবে। তারপর একসঙ্গে বসে উপাসনা করতে হবে। উপাসনার সময় কোনো গোলমাল বা উচ্চ স্বরে শব্দ করা যাবে না। উপাসনার সময় অবশ্যই সোজা হয়ে বসতে হবে।
প্রশ্ন: কখন প্রার্থনা করা হয়?
উত্তর: উপাসনার একটি অঙ্গ হলো প্রার্থনা। আমরা উপাসনার সময় ছাড়াও ঈশ্বরের নিকট প্রার্থনা জানাতে পারি। কোনো শুভ কাজের আগে আমরা ঈশ্বরের নিকট প্রার্থনা জানাতে পারি। আবার আমরা কোনো বিপদে পড়লে ঈশ্বরের নিকট বিপদ মুক্তির প্রার্থনা করি। অর্থাত্, যেকোনো পরিবেশে ঈশ্বরের নিকট প্রার্থনা জানানো যায়।
প্রশ্ন: হিন্দুধর্মের চারটি প্রধান ধর্মগ্রন্থের নাম লেখো।
উত্তর: হিন্দুধর্মের অনেক ধর্মগ্রন্থ রয়েছে। এর মধ্যে চারটি প্রধান ধর্মগ্রন্থের নাম হলো: বেদ, উপনিষদ, শ্রীমদভগবদ্গীতা ও মহাভারত।
প্রশ্ন: স্তব কাকে বলে?
উত্তর: ঈশ্বর বা দেব-দেবীকে খুশি করার জন্য যে প্রার্থনা করা হয়, তাকে স্তব বলে। ঈশ্বর বা দেব-দেবীর স্তব করা হিন্দুধর্মের একটি অঙ্গ। স্তব বা স্তুতির অর্থ হচ্ছে ঈশ্বর ও দেব-দেবীদের রূপ, গুণ, মাহাত্ম্য বর্ণনা করা। তাঁদের প্রশংসা করা, তাঁদের স্মরণ করা।
প্রশ্ন: মন্ত্র ও শ্লোক আবৃত্তি করলে কী ফল হয়?
উত্তর: মন্ত্র ও শ্লোক আবৃত্তি করলে ঈশ্বর ও দেব-দেবী খুশি হন। খুশি হয়ে তাঁরা আমাদের মঙ্গল করেন। স্তব করলে আমাদের মন পবিত্র হয়। অন্তর বিকশিত হয়। মনে ঈশ্বরের অনুভূতি জাগ্রত হয়।
শিক্ষক