বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ হিসাববিজ্ঞান বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৮৪। কারবারের স্থায়ী সম্পত্তি ক্রয় করতে যে ব্যয় হয়, তাকে কী বলে?
ক. মূলধন-জাতীয় ব্যয় খ. কারবারি ব্যয় গ. বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়
ঘ. মুনাফা-জাতীয় ব্যয়
৮৫। কোনটি মূলধন-জাতীয় ব্যয়?
ক. ইজারা সম্পত্তির মূল্য
খ. পুরোনো যন্ত্রপাতি বিক্রয়
গ. আগুনে বিনষ্ট পণ্য ঘ. রপ্তানি শুল্ক
৮৬। যন্ত্রপাতি বহন খরচ ও বসানোর মজুরি—
ক. মূলধন-জাতীয় ব্যয়
খ. মুনাফা-জাতীয় ব্যয়
গ. মূলধন-জাতীয় ব্যয়
ঘ. মূলধনায়িত ব্যয়
৮৭। মোট প্রাপ্ত কমিশনের ৪৫০.০০ টাকা মধ্যে ৫০.০০ টাকা অগ্রিম হিসাব বছরের হলে চলতি হিসাব বছরে মুনাফা-জাতীয় আয় কত হবে।
ক. ৪৫০.০০ টাকা খ. ৫০০.০০ টাকা
গ. ৪০০.০০ টাকা ঘ. ৩৫০.০০ টাকা
৮৮। কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?
ক. টেলিফোন বিল খ. লভ্যাংশ প্রাপ্তি
গ. বিদ্যুত্ বিল ঘ. ক্রয় পরিবহন
৮৯। আগুনে বিনষ্ট পণ্য মুনাফা-জাতীয় কারণ এটি একটি—
ক. অনিয়মিত খ. ক্ষণস্থায়ী আবর্তক খরচ গ. ক্ষণস্থায়ী খরচ ঘ. মূলধনায়িত
৯০। ‘বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়’ কোথায় লেখা হয়?
ক. বিশদ আয় বিবরণীতে
খ. মালিকানা স্বত্ব বিবরণীতে
গ. আর্থিক বিবরণীতে
ঘ. নগদ প্রবাহ বিবরণীতে
৯১। সম্পত্তি মেরামত বাবদ এককালীন অত্যধিক ব্যয় কোন জাতীয় ব্যয়?
ক. মূলধন-জাতীয়
খ. মুনাফা-জাতীয় ব্যয়
গ. বিলম্বিত মুনাফা-জাতীয় ব্যয়
ঘ. মূলধনায়িত ব্যয়
৯২। নিচের কোনটি মালিকানা স্বত্বের অন্তর্ভুক্ত?
ক. দেনাদার খ. ঋণ হিসাব
গ. মূলধন হিসাব ঘ. নগদান হিসাব
৯৩। ‘অগ্রিম শিক্ষানবিশ সেলামি’ কোন শ্রেণির হিসাব?
ক. আয় হিসাব খ. সম্পদ হিসাব
গ. দায় হিসাব ঘ. মালিকানা স্বত্ব হিসাব
৯৪। ‘ট্রেডমার্ক হিসাব’ কী ধরনের হিসাব?
ক. সম্পদ খ. ব্যয় গ. আয় ঘ. দায়
৯৫। কোনটি দায় হিসাব?
ক. পাওনাদার খ. দেনাদার
গ. মূলধন ঘ. উত্তোলন
৯৫। কোনটি দায় হিসাব?
ক. পাওনাদার খ. দেনাদার
গ. মূলধন ঘ. উত্তোলন
৯৬। একই শ্রেণিভুক্ত হিসাব—
i. বেতন ii. ক্রয় হিসাব iii. মনিহারি
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৭। হিসাবের চলমান জের ছকে মোট কলাম সংখ্যা হলো?
ক. ৬টি খ. ৭টি গ. ৮টি ঘ. ৯টি
৯৮। উত্তরা ব্যাংক হিসাব একটি—
ক. দায় হিসাব খ. সম্পদ হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. আয় হিসাব
৯৯। হিসাবের পাতার ডান দিককে কী বলে?
ক. ডেবিট খ. লোকসান
গ. ক্রেডিট ঘ. লাভ
১০০। বাস্তব ক্ষেত্রে হিসাবে বিভিন্ন ছকের মধ্যে বিশেষ প্রচলিত—
ক. চলমান জের ছক খ. স্থায়ী জের ছক
গ. টি ছক ঘ. আধুনিক ছক
১০১। নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি হিসাব খাতের কোনটি নিরূপণ প্রয়োজন?
ক. নিট পরিমাণ খ. মোট পরিমাণ
গ. মোট দায় ঘ. মোট ব্যয়
১০২। কোনটি ব্যয় হিসাব?
ক. বকেয়া বেতন হিসাব
খ. প্রদেয় হুন্ডি হিসাব
গ. আসবাবপত্র হিসাব
ঘ. কুঋণ হিসাব
১০৩। অনাদায়ি পাওনা কোন জাতীয় হিসাব?
ক. সম্পদ হিসাব খ. দায় হিসাব
গ. ব্যয় হিসাব ঘ. আয় হিসাব
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
উত্তর
হিসাববিজ্ঞান
৮৪. ক ৮৫. ক ৮৬. ক ৮৭. গ ৮৮. খ ৮৯. খ ৯০. গ ৯১. গ ৯২. গ ৯৩. গ ৯৪. ক ৯৫. ক ৯৬. ঘ ৯৭. খ ৯৮. খ ৯৯. গ ১০০. গ ১০১. ক ১০২. ঘ ১০৩. গ