প্রভাষক, উত্তরা টাউন বিশ্ববিদ্যালয় কলেজ, ঢাকামডেল টেস্ট সময়: ২ ঘণ্টা ১০ মিনিট, পূর্ণমান: ৬০[দ্রষ্টব্য: দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। উদ্দীপকগুলো পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও।]ক বিভাগ: গদ্য যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১০×২=২০১। সন্ধ্যা যদি নামে পথে, চন্দ্র যদি পূর্বাঞ্চল কোণে নাহয় উদয়,/তারকাপুঞ্জ যদি নিভে যায় প্রলয় জল দেনা করিয়া ভয়।/হিংস্র উর্মি ফণা তুলি, বিভীষিকা মূর্তি ধরি যদিগ্রাসিবারে আসে,/সে মৃত্যু লঙ্ঘিয়া যাব সিন্ধু পাড়ে নব জীবনের/নবীন বিশ্বাসে।ক) কামাল পাশা কে? ১খ) ‘যৌবনের মাতৃরূপ’ বলতে কী বোঝানো হয়েছে? ২গ) কবিতাংশটির শেষ চরণদ্বয় ‘যৌবনের গান’ প্রবন্ধে কোন দিককে নির্দেশ করে? ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকের কবিতাংশটি যেন ‘যৌবনের গান’ প্রবন্ধের কাব্যরূপ—মূল্যায়ন করো। ৪২। ‘খোকা এলি?’ /ঝাঁপসা চোখে মা তাকায় উঠানে উঠানে /যেখানে খোকার শব শকুনিরা ব্যবচ্ছেদ করে।/.....................এখন,মার চোখে শিশির ভোর/ স্নেহের রোদে ভিটে ভরেছে।ক) স্কেলিটন কী? ১খ) ‘সমুদ্র গভীর জনতা ধীরে ধীরে চলতে শুরু করেছে।’— ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকের সঙ্গে ‘একুশের গল্প’ গল্পের সাদৃশ্য নির্ণয় করো। ৩ঘ) উদ্দীপকের মা এবং ‘একুশের গল্প’র মা কী একই সূত্রে গাঁথা?—মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪৩। এই খানে তোর বুজির কবর, পরীর মতন মেয়েবিয়ে দিয়েছিনু কাজিদের বাড়ি বনিয়াদি ঘর পেয়ে।এত আদরের বুজিরে তাহারা ভালবাসিত না মোটে,হাতেতে যদিও না মারিত তারে, শত যে মারিত ঠোঁটে।খবরের পর খবর পাঠাত ‘দাদু যেন কাল এসেদুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে।’ শ্বশুর তাহারা কসাই চামার, চাহে কী ছাড়িয়া দিতেঅনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। ক) এডমন্ড বার্ক কত সালে মৃত্যুবরণ করেন? ১খ) ‘ফের যদি আসি, তবে সিঁধকাটি সঙ্গে করিয়াই আনিব’—ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় পঙিক্ত দ্বয়ের সঙ্গে ‘হৈমন্তী’ গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকের ‘বুজি’ ও ‘হৈমন্তী’ গল্পের জীবন এক সুতোয় গাঁথা—মন্তব্যটির স্বপক্ষে যুক্তি উপস্থাপন করো। ৪খ বিভাগ: কবিতাযেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১০×২=২০৪। পরের মুখে শেখা বুলি পাখির মতো কেন বলিস?পরের ভঙ্গী নকল করে নটের মতো কেন চলিস?আপনাকে যে ভেঙ্গে চুরে গড়তে চায় পরের ছাঁচেঅলীক ফাঁকি মেকি সেজন নামটা তার কদিন বাঁচে?পরের চুরি ছেড়ে দিয়ে আপন কাজে ডুবে পরেখাঁটি ঘন সেথায় পাবি আর কোথাও পাবি নারে। ক) ‘বিফল তাপে’ শব্দের অর্থ কী? ১খ) কবি মাতৃভাষাকে রূপখনি বলেছেন কেন? ২গ) উদ্দীপকটির সঙ্গে ‘বঙ্গভাষা’ কবিতার দেশপ্রেমের যে পরিচয় পাওয়া যায়, তা তুলনা করো। ৩ঘ) ‘উদ্দীপক’ ও ‘বঙ্গভাষা’ কবিতা কি একই সূত্রে গাঁথা? মন্তব্যটি বিশ্লেষণ করো। ৪৫। শিশির একজন জনপ্রিয় লেখক। তাঁর লেখা নিয়মিত জাতীয় পত্রিকায় ছাপা হয়। কিন্তু ইদানীং তাঁর লেখা ছাপা হচ্ছে না। এতে পাঠকেরা খুবই উদ্বিগ্ন। খবর নিয়ে জানা যায়, শিশির সম্প্রতি তাঁর স্ত্রীকে হারিয়েছেন। প্রিয় স্ত্রীর বিয়োগব্যথায় কোনো ধরনের সৃজনশীল লেখাই তাঁর পক্ষে লেখা সম্ভব হচ্ছে না। ক) ‘অর্ঘ্য বিরচন’ শব্দের অর্থ কী? ১খ) ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী’ বলতে কবি কী বুঝিয়েছেন? ২ গ) শিশিরের মনোভাব ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কীভাবে প্রতিফলিত হয়েছে—ব্যাখ্যা করো। ৩ঘ) ‘উদ্দীপকের দৃশ্যপট এবং ‘তাহারেই পড়ে মনে’ কবিতার দৃশ্যপট কি একই?—তোমার মতামত দাও। ৪৬। ‘সেদিন গিয়াছে’— শিয়রের কাছে কহিছে কালে ঘড়ি।উমর। ফারুক। আখেরি নবীর ওগো দক্ষিণ বাহু।আহ্বান নয় রূপ ধরে এস—গ্রাসে অন্ধতা রাহু!ইসলাম রবি, জ্যোতি তার আজ দিনে দিনে বিমলিন।সত্যের আলো নিভিয়া জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ।ক) ‘পাঞ্জেরী’ কবিতাটি কোন ছন্দে রচিত? ১খ) ‘এ কী ঘন-সিয়া জিন্দেগানির বাব’—ব্যাখ্যা করো। ২গ) উদ্দীপকের সঙ্গে ‘পাঞ্জেরী’ কবিতার মিল কোথায়? ব্যাখ্যা করো। ৩ঘ) ‘সত্যের আলো নিভিয়া-জ্বলিছে জোনাকির আলো ক্ষীণ’—পঙিক্তর আলোকে ‘পাঞ্জেরী’ কবিতার ভাববস্তু বিশ্লেষণ করো। ৪গ বিভাগ: উপন্যাস যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ১০×২=২০৭। গাহি সাম্যের গান/মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। ক) কুবের কয়টি মাছ চুরি করে? ১খ) কুবেরের মুখখানা ম্লান হইয়া যায়—কেন? ২গ) উদ্দীপকের সঙ্গে ‘পদ্মানদীর মাঝি’ উপন্যাসের কোন দিকটির মিল পাওয়া যায়? ব্যাখ্যা করো। ৩ঘ) ‘মুসলমান মসজিদ দিলি, হিন্দু দিব ঠাকুর ঘর’। উদ্দীপকের আলোকে কিশ্লেষণ করো। ৪৮। মিসির আলী একজন বর্গাচাষি। তার নিজস্ব কোনো জমি জমা নেই। ভূস্বামী মনির চৌধুরীর দেওয়া কিছু নির্দিষ্ট জমি সে চাষাবাদ করে। এ বছর জমিগুলোতে সে পাট চাষ করে এবং খুবই ভালো ফলন হয়। মিসির আলী ভেবেছিল, পাট বিক্রির টাকা দিয়ে নতুন একটা ঘর তৈরি করবে। পচা পানির কামড় সহ্য করে পাট কাটে এবং আঁশ ছাড়িয়ে বাড়িতে আনে। পাটগুলো শুকানোর পর মুনির চৌধুরীর নায়েব মিসির আলীর বাড়িতে আসে বণ্টনের জন্য। নায়েব বণ্টনের সময় মিসির আলীকে অল্প কিছু দিয়ে ফসলের সিংহভাগ নিয়ে যায়। মিসির আলী এ কাণ্ড দেখে তাকিয়ে থাকে।ক) ‘মাথাটা টিপা দিমু নাকি?’—উক্তিটি কার? ১খ) জন্মের অভ্যর্থনা এখানে গম্ভীর, নিরুৎসব, বিষণ্ন! কেন? ২গ) ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের ধনঞ্জয় কীভাবে মুনীর চৌধুরীর মতো ভূস্বামীদের প্রতিনিধিত্ব করেছে? ব্যাখ্যা করো। ৩ঘ) ‘প্রেক্ষাপট ভিন্ন হলেও উদ্দীপকের কৃষকের জীবনযাত্রা “পদ্মানদীর মাঝি” উপন্যাসের পদ্মাপাড়ের জেলেদের জীবনযাত্রার অনুরূপ’ —বিশ্লেষণ করো। ৪৯। ‘আমার বিবাহের সময় আমার শ্বশুর পনের হাজার টাকা নগদ এবং পাঁচ হাজার টাকার গহনা দিয়েছিলেন। বাবা তাঁহার এক দালাল বন্ধুর কাছে খবর পাইয়াছেন, ইহার মধ্যে পনের হাজার টাকাই ধার করিয়া সংগ্রহ করিতে হইয়াছে। ক) ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়? ১খ) ‘পুরুষানুক্রমে এই প্রথা চলিয়া আসিতেছে।’—কোন প্রথা? ব্যাখ্যা করো। ২গ) উদ্ধৃতাংশের পণপ্রথার সঙ্গে ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের পণপ্রথার যে বৈষম্য দেখা যায়, তা নিরূপণ করো। ৩ঘ) অনুচ্ছেদে উল্লিখিত পণপ্রথার কারণ এবং তা থেকে উত্তরণের উপায় ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের আলোকে ব্যাখ্যা করো। ৪