অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক মুহাম্মাদ আলমগীর
ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্যপদে অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন ও অধ্যাপক মুহাম্মাদ আলমগীরকে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ নিয়োগের কথা জানানো হয়।

এর আগে গত মাসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে অধ্যাপক কাজী শহীদুল্লাহকেও দ্বিতীয় মেয়াদে নিয়োগ দেয় সরকার।

ইউজিসির সদস্য হিসেবে আবারও নিয়োগ পাওয়া সাজ্জাদ হোসেন ও মুহাম্মাদ আলমগীরের মেয়াদ হবে চার বছর। তাঁদের প্রথম দফার মেয়াদ শেষ হবে যথাক্রমে চলতি মাসের ১১ ও ১৫ তারিখ।

ইউজিসির সদস্য হিসেবে যোগ দেওয়ার আগে সাজ্জাদ হোসেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রামের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে ইউজিসিতে আসার আগে মুহাম্মাদ আলমগীর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই মেয়াদে উপাচার্যের দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন

ইউজিসির চেয়ারম্যান পদে কাজী শহীদুল্লাই থাকছেন