শিক্ষামন্ত্রী-উপমন্ত্রী পেলেন মনোনয়ন, বাদ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শিক্ষার দুই মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনজন মন্ত্রী। এর মধ্যে একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও একজন উপমন্ত্রী। দীপু মনি শিক্ষা মন্ত্রণালয়ে, মহিবুল হাসান চৌধুরী নওফেল শিক্ষা উপমন্ত্রী এবং জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। এই তিনজনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দুজন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দীপু মনি ও মহিবুল হাসান চৌধুরী। তবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন মনোনয়ন পাননি।

আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রার্থী তালিকা থেকেই এ তথ্য জানা গেছে।

দীপু মনি আগের আসন চাঁদপুর-৩ থেকে এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলও আগের আসন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) থেকে মনোনয়ন পেয়েছেন। কুড়িগ্রাম-৪ আসনে জাকির হোসেনকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে বিপ্লব হাসানকে।

২০০৮ সালে কুড়িগ্রাম-৪ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন মো. জাকির হোসেন। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তাঁকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।