আইওএস হালনাগাদ করল অ্যাপল, নতুন যেসব সুবিধা পাওয়া যাবে

আইওএস অপারেটিং সিস্টেম হালনাগাদ করেছে অ্যাপলরয়টার্স

আইওএস ১৭.১ উন্মোচনের মাত্র এক মাস পর হঠাৎ আইওএসের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। ‘আইওএস ১৭.২’ নামের সংস্করণটিতে নিরাপত্তাত্রুটি সমাধানের পাশাপাশি বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এক্সএস সিরিজ, ১১ সিরিজ, এসই ২০২০, ১২ সিরিজ, ১৩ সিরিজ, ১৪ সিরিজ ও ১৫ সিরিজের আইফোনে সংস্করণটি ব্যবহার করা যাবে। সংস্করণটিতে নতুন যেসব সুবিধা যুক্ত করা হয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক।

জার্নালিং অ্যাপ

আইওএস ১৭.২ সংস্করণে বহুল প্রতীক্ষিত ‘জার্নালিং’ অ্যাপ যুক্ত করা হয়েছে। গত জুন মাসে নিজেদের ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপার্স সম্মেলনে (ডব্লিউডব্লিউডিসি) অ্যাপটি তৈরির ঘোষণা দিয়েছিল অ্যাপল। এই অ্যাপের মাধ্যমে সাম্প্রতিক ঘটনা বা ভ্রমণবিষয়ক তথ্য লিখে রাখার পাশাপাশি সহজেই ছবি ও ভিডিও সংরক্ষণ করা যায়। এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তি থাকায় অ্যাপে থাকা সব তথ্য নিরাপদে থাকে বলে জানিয়েছে অ্যাপল।

কন্টাক্ট কি ভেরিফিকেশন সুবিধা

ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা জোরদারের জন্য আইওএস ১৭.২ সংস্করণে ‘কন্টাক্ট কি ভেরিফিকেশন’ সুবিধা যুক্ত করেছে অ্যাপল। এ সুবিধা কাজে লাগিয়ে অ্যাপল আইডি ও আইফোন ব্যবহারকারীর পরিচয় যাচাই করবে প্রতিষ্ঠানটি। ফলে তথ্য নিরাপদে আদান-প্রদানের পাশাপাশি ফিশিং হামলার শঙ্কা কমবে।

থ্রিডি ভিডিও রেকর্ডিং

আইওএস ১৭.২ সংস্করণে বাড়তি কোনো যন্ত্র বা অ্যাপ ব্যবহার না করেই সরাসরি থ্রিডি (ত্রিমাত্রিক) ভিডিও ধারণ করা যাবে। অ্যাপলের তথ্যমতে, এলআইডিএআর সেন্সরের মাধ্যমে মূল এবং আলট্রা–ওয়াইড ক্যামেরার মাধ্যমে ত্রিমাত্রিক ভিডিও ধারণ করা যাবে। এসব ভিডিও চাইলে অ্যাপলের ভিশন প্রো হেডসেটে দেখা যাবে। তবে সব আইফোনে নয়, শুধু আইফোন ১৫ ও ১৫ প্রো ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন।

ওয়েদার ও নিউজ অ্যাপে নতুন সুবিধা

আইওএস ১৭.২ সংস্করণে আইফোনের ওয়েদার ও নিউজ অ্যাপে বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। ওয়েদার অ্যাপে বাড়তি উইজেট যুক্ত হওয়ায় আবহাওয়াবিষয়ক বেশি তথ্য দ্রুত জানা যাবে। আর নিউজ অ্যাপে যুক্ত হওয়া ‘লাইভ অ্যাকটিভিটিস’ সুবিধা ব্যবহার করে হালনাগাদ বিভিন্ন সংবাদ জানার সুযোগ মিলবে।

অ্যাকশন বাটনে অনুবাদের সুবিধা

আইওএস ১৭.২ সংস্করণে ট্রান্সলেশন অপশন যুক্ত করা হয়েছে। ফলে আইফোন ১৫ সিরিজের ব্যবহারকারীরা খুব সহজেই অ্যাকশন বাটন ব্যবহার করে যেকোনো শব্দ বা বাক্য বিভিন্ন ভাষায় অনুবাদ করে পড়তে পারবেন।

মেসেজেস অ্যাপ

আইওএস ১৭.২ সংস্করণে মেসেজেস অ্যাপে ‘ক্যাচ-আপ অ্যারো’ নামের নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে অন্যদের পাঠানো যেসব বার্তা পড়া হয়নি, সেগুলো সহজে দেখা যাবে।
সূত্র: ইন্ডিয়া টুডে