রোববার তিন বিভাগের সব কারিগরি ও মাদ্রাসা বন্ধ

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের আওতাধীন জেলাগুলোর সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আজ রোববার বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের আওতাধীন জেলাগুলোর সব কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ১৪ মে ২০২৩ তারিখ রোববার বন্ধ থাকবে।

বর্ণিত বিভাগগুলোর আওতাধীন জেলাগুলো তার কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ১৪ মে বন্ধ করার প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

ঘূর্ণিঝড় মোখার কারণে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকবে। একই সঙ্গে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর শিক্ষাকেন্দ্র ও শিশুকল্যাণ ট্রাস্টের লার্নিং সেন্টারগুলোও বন্ধ থাকবে। শনিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, উপদ্রুত এলাকার পরিস্থিতি বিবেচনা করে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

মোখার কারণে দেশের চারটি শিক্ষা বোর্ডের আওতাধীন বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান ১৪ মে বন্ধ থাকবে।

ঘূর্ণিঝড় মোখার কারণে ছয়টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমানের ১৪ মে ও পরদিন ১৫ মে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এর আগে গত শুক্রবার পাঁচটি শিক্ষা বোর্ডের অধীন রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

আরও পড়ুন

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রোববার ও পরশু যে ছয়টি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেগুলো হলো চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও যশোর এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড। তবে অন্য শিক্ষা বোর্ডের পরীক্ষা হবে। অর্থাৎ, নতুন করে যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষাও স্থগিত করা হলো।