মেয়েদের শিক্ষা নিয়ে এখনো হোঁচট খেতে হয়

গণসাক্ষরতা অভিযান আয়োজিত ‘মেয়েদের ক্ষমতায়নে শিক্ষা: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় আলোচকেরা
ছবি: প্রথম আলো

দেশে শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ বেড়েছে। এটি নিশ্চয়ই ভালো খবর। কিন্তু এখনো নানা চ্যালেঞ্জ রয়ে গেছে। মেয়েদের শিক্ষা নিয়ে নানা হোঁচট খেতে হয় এখনো। তাই এ নিয়ে আরও অনেক কাজ করতে হবে। ‘মেয়েদের ক্ষমতায়নে শিক্ষা: আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় এসব বিষয় উঠে এসেছে। বেসরকারি সংস্থা গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, তিনি ভেবেছিলেন, মেয়েদের শিক্ষা নিয়ে বোধ হয় চ্যালেঞ্জগুলোর অনেকটাই দূর হয়ে গেছে। কিন্তু মেয়েদের শিক্ষা নিয়ে এখনো নানা রকমের হোঁচট খেতে হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) তথ্য অনুযায়ী ২০২১ সালে মাধ্যমিক বিদ্যালয়ের ৪৭ হাজারের বেশি মেয়ের বাল্যবিবাহ হয়েছে। সেই প্রসঙ্গ টেনে রাশেদা কে চৌধূরী বলেন, মনে হচ্ছে যেন এসব মেয়ের কথা খাতা থেকে বাদই দেওয়া হয়েছে। এসব মেয়ের বিদ্যালয়ে ফিরিয়ে আনার জন্য শর্তসাপেক্ষে উপবৃত্তি দেওয়ার দাবি করেও তা পূরণ না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেন তিনি।

মেয়েদের শিক্ষা নিয়ে দেশের কিছু মানুষের এখনো নেতিবাচক মনোভাব আছে উল্লেখ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, এটি কাটিয়ে উঠতে হবে দৃঢ় অবস্থান থেকে। করোনা মহামারির কারণে দুই বছরে শিক্ষার্থীদের যে ঘাটতি হয়েছে, তা পূরণে ব্যবস্থা না নিলে একটি প্রজন্মের সংকট হবে বলেও মনে করেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশে মালালা ফান্ডের কর্মকাণ্ড তুলে ধরেন ফান্ডটির এ দেশীয় পরিচালক মোশাররফ তানসেন। এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবীণ শিক্ষকনেতা কাজী ফারুক আহমেদ, গণসাক্ষরতা অভিযানের উপপরিচালক কে এম এনামুল হক।
উল্লেখ্য, মালালা ফান্ডের সহায়তায় কিছুসংখ্যক বিদ্যালয়ে মেয়েদের শিক্ষার প্রসার ও মানোন্নয়নে কাজ করছে গণসাক্ষরতা অভিযান।