যুক্তরাজ্যের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক উপাধি পেয়েছেন সালিমুল হক
জলবায়ু বিজ্ঞানী এবং আইইউবির ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক অধ্যাপক সালিমুল হককে সম্মানজনক উপাধি দিয়েছে যুক্তরাজ্যের নর্থামব্রিয়া ইউনিভার্সিটি, নিউক্যাসেল।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং উন্নয়নশীল দেশ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে সহয়তা করার স্বীকৃতি হিসেবে এই সম্মানজনক উপাধি পেয়েছেন অধ্যাপক সালিমুল হক। গত ১৩ জুলাই নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তাঁকে এই উপাধি দেওয়া হয়।
সালিমুল হক বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমার কাজের স্বীকৃতিস্বরূপ নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের এই সম্মানজনক উপাধি পেয়ে সম্মানিত বোধ করছি। আগামী দিনগুলোতেও জলবায়ু পরিবর্তন নিয়ে নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার ব্যপারে আমি আশাবাদি।’
অধ্যাপক সালিমুল হক বিশ্বের শীর্ষ জলবায়ু বিজ্ঞানীদের মধ্যে অন্যতম। জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ এবং গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে কর্মরত আছেন তিনি। এখন পর্যন্ত অনুষ্ঠিত জাতিসংঘের সবগুলো জলবায়ু সম্নেলন অংশগ্রহণ করেছেন তিনি। এছাড়া ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জের অ্যাসেসমেন্ট রিপোর্ট তৈরিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।