পৌষের সকালে নতুন বই পেল শিক্ষার্থীরা

আজ সোমবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার এ আয়োজন অনুষ্ঠিত হয় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামেছবি: আশিকুজ্জামান

পৌষের এই শীতল সকালে শিক্ষার্থীরা এসেছিল নতুন বই নিতে। বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থী পেল নতুন বই। নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীরা শুরু করবে তাদের নতুন শিক্ষাবর্ষ।

আজ সোমবার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার এই আয়োজন অনুষ্ঠিত হয় রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে। শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রথম থেকে নবম শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থীর হাতে বই তুলে দেন ঢাকার জেলা প্রশাসক আনিসুর রহমান। ঢাকা জেলা প্রশাসন বই উৎসবের এ আয়োজন করে।

আরও পড়ুন
আরও পড়ুন

ঘটা করে বই উৎসবের মাধ্যমে নতুন বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, বিনা মূল্যে বছরের প্রথম দিন চার কোটি নতুন বই তুলে দেওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী ২০৪১ সালের উন্নত বাংলাদেশের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছেন।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, সহকারী কমিশনার শফিকুল ইসলাম, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও গভর্নিং বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন