আজ আদর্শ শিক্ষক সম্মাননা দেবে এথিকস ক্লাব

এথিকস ক্লাব

এথিকস ক্লাব বাংলাদেশের যুগপূর্তি ও নৈতিকতা দিবস উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আদর্শ শিক্ষকদের সম্মাননা দেওয়া হবে। আজ বুধবার বেলা তিনটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ক্লাবটির যুগপূর্তিতে নৈতিকতা দিবসের আলোচনা ও আদর্শ শিক্ষক সম্মাননা দেওয়া হবে।

এ ছাড়া প্রয়াত উপদেষ্টাদের স্মরণ করা হবে অনুষ্ঠানে। অনুষ্ঠানে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। থাকছে বিশেষ সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।

এবার যাঁরা আদর্শ শিক্ষক সম্মাননা গ্রহণ করবেন

ইমেরিটাস অধ্যাপক ড. অরুণ কুমার বসাক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; প্রতিভা মুৎসুদ্দি, সাবেক অধ্যক্ষ, ভারতেশ্বরী হোমস; অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলা বিভাগ, ঢাকা কলেজ; অধ্যাপক হায়াৎ মামুদ, বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়; ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, পানিসম্পদ প্রকৌশল বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়; ড. ফকরুল আলম, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; মো. নুরুল আলম, সাবেক প্রধান শিক্ষক, খুলনা জিলা স্কুল; সাবেরা খানম, প্রধান শিক্ষক, ৫৫ নম্বর সোনাকান্দা সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়, নারায়ণগঞ্জ; মিনতি রানী, প্রধান শিক্ষক, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়; মিল্টন মানখিন, শিক্ষক, ধলুয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়, ময়মনসিংহ; মিস. পাইনুমা মারমা, প্রধান শিক্ষক, বান্দরবান বৌদ্ধ অনাথালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়।