এবার শিক্ষকদের নিয়মিত উপস্থিতির বিষয়ে কঠোর নজরদারি করতে বলল শিক্ষা বোর্ড

এবার শিক্ষকদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত হয়ে পাঠদান নিশ্চিতের বিষয়ে কঠোর নজরদারি করতে অনুরোধ জানিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। স্কুল-কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যদের প্রতি এ অনুরোধ জানানো হয়। এটি না হলে এর ব্যর্থতার দায়ভার তাঁদের ওপর বর্তাবে বলেও হুঁশিয়ার করা হয়েছে। আজ বুধবার ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ এই অনুরোধ করা হয়।

এর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে গত রোববার (২৩ জুলাই) যেসব প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন, তাঁদের নামের তালিকা চেয়েছিল শিক্ষা বিভাগ।

এমন এক সময়ে এসব অনুরোধ ও তালিকা চাওয়া হচ্ছে, যখন মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে। ১১ জুলাই থেকে এ আন্দোলন চলছে।

ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তিতে পরিচালনা কমিটির উদ্দেশে বলা হয়, স্কুল ও কলেজে শিক্ষার যথাযথ পরিবেশ, নিয়মিত ক্লাস ও নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে শিক্ষকদের শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত হয়ে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কঠোরভাবে নজরদারি করার জন্য অনুরোধ করা যাচ্ছে। পাশাপাশি কর্মচারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকতে হবে। দেশের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমুন্নত রাখার বৃহত্তর স্বার্থে বিষয়টি অতীব জরুরি।

আরও পড়ুন