মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

সভাপতি জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নূরে আলম
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও নূরে আলমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সমিতির প্রথম জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে এই নতুন কমিটি গঠন করা হয়।

সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করে সরকারি-বেসরকারি বৈষম্য দূরীকরণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গত শুক্রবার পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান এম এম আকাশ। উদ্বোধনী অনুষ্ঠানের পর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

এরপর মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক মো. মতিউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, শিক্ষাবার্তার সম্পাদক এ এন রাশেদাসহ বেশ কয়েকজন শিক্ষক নেতা।

এরপর কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।