ঘূর্ণিঝড় মোখায় খুবি ও খুকৃবির সব শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা

ঘূর্ণিঝড় মোখার প্রভাবের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব ডিসিপ্লিনের পরীক্ষাসহ সব শিক্ষা কার্যক্রম আজ রোববার (১৪ মে) বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অফিস যথারীতি চালু থাকবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আজ রোববার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সব একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নির্দেশে রেজিস্ট্রার খন্দকার মাজহারুল আনোয়ারের স্বাক্ষরিত এক অফিস আদেশে বিশ্ববিদ্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো যথারীতি চালু থাকবে।

এদিকে আজ রোববার সকাল পৌনে ১০টায় দেওয়া ১৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা এখন কক্সবাজার ও মিয়ানমার উপকূল অতিক্রম করছে। এর প্রভাবে উপকূলে শুরু হয়েছে বাতাস ও বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে, মোখা আরও উত্তর বা উত্তর–পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে।