ঢাকা কলেজের অধ্যক্ষ ও ঢাকা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক পদে নতুন মুখ

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ঊর্ধ্বতন বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ। দীর্ঘ প্রায় পাঁচ মাস অধ্যক্ষের পদটি শূন্য থাকার পর আজ বৃহস্পতিবার বাংলার এই অধ্যাপককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মোহাম্মদ ইউসুফ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকারের স্থলাভিষিক্ত হচ্ছেন। অধ্যাপক সেলিম উল্লাহ খোন্দকার গত মার্চ মাসে অবসরে যান। এর পর থেকে কলেজের উপাধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু দেশের অন্যতম সেরা এই সরকারি কলেজের অধ্যক্ষের পদ দীর্ঘদিন শূন্য থাকায় সমালোচনা চলছিল। অবশেষে নিয়মিত অধ্যক্ষ পেল কলেজটি।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার
ছবি: সংগৃহীত

এদিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব এবং পরীক্ষা নিয়ন্ত্রণ পদেও পরিবর্তন আনা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডে সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) আজাদ হোসেন চৌধুরী। আর পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট সরকারি মহিলা কলেজের বাংলার অধ্যাপক মো. আবুল বাশার। তিনি এর আগেও একবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। আর বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক এস এম আমিরুল ইসলামকে সরকারি বাঙলা কলেজে সংযুক্ত করা হয়েছে।