প্রাথমিক শিক্ষকদের আন্তবিভাগ বদলির আবেদন চলছে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের আন্তবিভাগ বদলির আবেদন চলছে। আর আজ মঙ্গলবার ২৮ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষকেরা। অনলাইনে নির্ধারিত সার্ভারে লগইন করে শিক্ষকেরা আন্তবিভাগ বদলির আবেদন করতে পারছেন। তবে সিটি করপোরেশনে বদলির আবেদন করা যাবে না।
একই সঙ্গে ৩১ মার্চের মধ্যে বদলির কার্যক্রম শেষ করতে মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আন্তবিভাগ বদলিতে শিক্ষকেরা সর্বোচ্চ তিনটি করে স্কুল পছন্দের সুযোগ পাবেন। এসব তথ্য জানিয়ে আদেশ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।