ঢাবিতে মার্কেটিংয়ে মাস্টার অব প্রফেশনাল, ভর্তি পরীক্ষা ব্যবসাসম্পর্কিত ও ইংরেজি বিষয়ে

ঢাকা বিশ্ববিদ্যালয়ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব মার্কেটিংয়ের অধীনে মাস্টার অব প্রফেশনাল মার্কেটিং (এমপিএম) প্রোগ্রামে ভর্তিতে আবেদন চলছে। দুই বছর মেয়াদি ৫১ ক্রেডিট ঘণ্টার (১৬টি কোর্স ও প্রজেক্ট পেপারস) এই প্রোগ্রামের ক্লাস ও পরীক্ষা হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার। সোনালী ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখায় অথবা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ৫৫০ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুন

আবেদনের যোগ্যতা—
* যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন
* ন্যূনতম জিপিএ ২.২৫ অথবা দ্বিতীয় শ্রেণি বা বিভাগ
* যেকোনো প্রতিষ্ঠানে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন

ভর্তিপ্রক্রিয়া ও ভর্তি পরীক্ষা—
আবেদন ফরম পাওয়া যাবে বিভাগের ওয়েবসাইটে। ২৭ মে অফিস চলাকালীন পর্যন্ত অনলাইনে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ৩১ মে সকাল সাড়ে ১০টায় ব্যবসাসম্পর্কিত ও ইংরেজি বিষয়ে এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ বিভাগে হবে এ ভর্তি পরীক্ষা। লিংকে বিস্তারিত তথ্য মিলবে।

আরও পড়ুন