প্রত্যেক শিক্ষার্থীকে স্কাউট প্রশিক্ষণ দেওয়ার নির্দেশ

প্রত্যেক শিক্ষার্থীকে স্কাউট প্রশিক্ষণ দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা বিভাগকে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। কয়েক দিন আগে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিবকে এ বিষয়ে মোট চারটি নির্দেশনা বাস্তবায়নের ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ওই চিঠি পাওয়ার পর এখন শিক্ষা বিভাগ এটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেওয়া চিঠির নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর গতকাল বুধবার সব মাদ্রাসার প্রধানদের অনুরোধ করেছে।

গত ২৫ জানুয়ারি গাজীপুরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণকেন্দ্রে ৩২তম এশিয়া প্যাসেফিক ও ১১ তম জাতীয় স্কাউট জাম্বুরির সমাপনী অনুষ্ঠানে চারটি নির্দেশনা ও প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া চিঠিতে এই নির্দেশনা ও প্রতিশ্রুতিগুলোই বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ওই নির্দেশনা ও প্রতিশ্রুতিগুলো হলো প্রতিটি শিক্ষার্থী যেন স্কাউট প্রশিক্ষণ পায়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল বা রোভার গঠন, ছেলেদের পাশাপাশি গার্ল স্কাউট এবং মাদ্রাসাগুলোতে স্কাউট গঠনে কাজ করা। এ ছাড়া সরকার প্রতিটি উপজেলা ও জেলায় স্কাউট ভবন, প্রশিক্ষণ ভবন এবং প্রশিক্ষণকেন্দ্র নির্মাণ করবে।