দুই বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য
দেশের দুটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে নেত্রকোনায় অবস্থিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক গোলাম কবীর। আর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মিহির রঞ্জন হালদার।
বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য ও রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এতে বলা হয়, চার বছরের জন্য এ দুই উপাচার্যকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে আচার্য প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে উপাচার্যদের সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে হবে।
এদিকে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এস এম এহসান কবিরকে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে দ্বিতীয়বারের মতো চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এ বিষয়েও আজ প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।