প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন

দেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৮ দশমিক ৮। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিমন্ত্রী। আজ শুক্রবার সাক্ষরতা দিবস উদ্‌যাপনের তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিমন্ত্রীর এ তথ্যানুযায়ী এখনো দেশে ২৩ শতাংশের বেশি জনগোষ্ঠী নিরক্ষর। এই জনগোষ্ঠী সাত বছরের বেশি বয়সী।

আরও পড়ুন

নিজ গ্রামে পিটিআই করা নিয়ে অভিযোগ, যা বললেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

অবশ্য সার্বিকভাবে সাক্ষরতার হার বেশি হলেও প্রায়োগিক সাক্ষরতার হার আরও কম। বিবিএসের প্রায়োগিক সাক্ষরতা জরিপ ২০২৩–এর তথ্য বলছে, ৭ থেকে ১৪ বছর বয়সীদের প্রায়োগিক সাক্ষরতা প্রায় ৭৩ শতাংশ। আর ১১ থেকে ৪৫ বছর বয়সীদের এই হার ৭৩ দশমিক ৬৯।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেন, তাঁরা এ হার শতভাগ অর্জন করতে চান।

ইউনেসকোর সঙ্গে মিল রেখে এবার বাংলাদেশে সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার’। দিবসটি উপলক্ষে আজ আলোচনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।