বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ নারী

বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০—৯ ডিসেম্বর ১৯৩২)
অলংকরণ: মাসুক হেলাল

এ বছর বেগম রোকেয়া পদক পাচ্ছেন পাঁচ বিশিষ্ট নারী। আজ বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এ কথা জানিয়েছেন।
নারীশিক্ষায় ফরিদপুরের রহিমা খাতুন, নারী অধিকার প্রতিষ্ঠায় চট্টগ্রামের অধ্যাপক কামরুন নাহার বেগম, নারীর আর্থসামাজিক উন্নয়নে সাতক্ষীরার ফরিদা ইয়াসমিন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণে অবদান রাখায় নড়াইলের আফরোজা পারভীন বেগম এবং পল্লি উন্নয়নে ঝিনাইদহের নাছিমা বেগম এ বছর রোকেয়া পদক পাচ্ছেন।

আগামীকাল শুক্রবার ৯ ডিসেম্বর ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ অনুষ্ঠানে এই পাঁচ নারীর হাতে পদক তুলে দেওয়া হবে।

পদকপ্রাপ্তদের আঠারো ক্যারেট মানের পঁচিশ গ্রাম ওজনের স্বর্ণনির্মিত একটি পদক ও পদকের রেপ্লিকা এবং প্রত্যেককে চার লাখ টাকার চেক ও সম্মাননাপত্র দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. হাসানুজ্জামান কল্লোল, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া উপস্থিত ছিলেন।