এটিএলএস কোর্সের সময় পরিবর্তন

ডাক্তার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) অধীনে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) কোর্সের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ২২-২৪ মে পর্যন্ত কোর্সটি হওয়ার কথা ছিল। পরিবর্তিত সময় অনুযায়ী আগামী ১৯-২১ জুন এ কোর্স চলবে।

বিসিপিএসের অনারারি সেক্রেটারি মো. বিল্লাহ আলম ও দক্ষতা উন্নয়ন কমিটির সদস্যসচিব ফাতেমা আশরাফ স্বাক্ষরিত এক নোটিশে এসব কথা বলা হয়েছে।

কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে এর আগে গত ১ এপ্রিল কোর্সটির সময় পরিবর্তন করে বিসিপিএস। চলতি বছরের ১০ থেকে ১২ এপ্রিল কোর্সটি হওয়ার কথা ছিল। বিসিপিএসের এ–সংক্রান্ত নোটিশে বলা হয়েছিল, কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে অ্যাডভান্সড ট্রমা লাইফ সাপোর্ট (এটিএলএস) প্রোভাইডার কোর্সের তারিখ পরিবর্তন করে ২২ থেকে ২৪ মে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগেও আরেক দফা কোর্সটির সময় পরিবর্তন করেছিল বিসিপিএস। গত বছরের মার্চ মাসে পরীক্ষাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ওই বছরের ৩ মার্চ অনিবার্য কারণবশত পিছিয়ে যায় কোর্সটি।