রাবি আইবিএসসির বিজ্ঞপ্তি: মাসে এমফিলে ৪০০০ পিএইচডিতে ৫০০০ টাকার ফেলোশিপ

রাজশাহী বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্সেস ২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য আবেদন চাওয়া হয়েছে। নির্ধারিত ফরমে আবেদন পৌঁছানোর শেষ তারিখ আগামী ৩০ জুন। ভর্তিপ্রাপ্ত গবেষকেরা এমফিলের জন্য চার হাজার টাকা ও পিএইচডির জন্য পাঁচ হাজার টাকা মাসে ফেলোশিপ পাবেন।

আবেদনের প্রাথমিক যোগ্যতা

জীববিজ্ঞান, কৃষি, চিকিৎসা ও বিজ্ঞান অনুষদের জীববিজ্ঞানের গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা প্রোগ্রাম দুটিতে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এমফিল প্রোগ্রামের মেয়াদ দুই বছর আর পিএইচডি প্রোগ্রাম তিন বছর মেয়াদি।

ভর্তির যোগ্যতা

এমফিল প্রোগ্রাম: জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ—
১.
সনাতন পদ্ধতিতে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার যেকোনো একটিতে প্রথম শ্রেণি এবং অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতুর্থ বিষয়সহ জিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে।
২.
বিজ্ঞান/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিএসসি (অনার্স/বিএসসি-এজি (অনার্স)/সমমান এবং এমএসসি/সমমানে সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪.০-এর স্কেলে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.২৫ থাকতে হবে।
পিএইচডি প্রোগাম: জীববিজ্ঞান/কৃষিবিজ্ঞান এবং সংশ্লিষ্ট বিষয়সমূহ—
১.
সনাতন পদ্ধতিতে এসএসসি/ সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার যেকোনো একটিতে প্রথম শ্রেণি এবং অন্যটিতে ন্যূনতম দ্বিতীয় অথবা গ্রেডিং পদ্ধতিতে উভয় পরীক্ষার প্রতিটিতে চতুর্থ বিষয়সহ জিপিএ ন্যূনতম ৩.৭৫ থাকতে হবে।
২.
বিজ্ঞান/জীববিজ্ঞান/কৃষি অনুষদভুক্ত বিভাগ থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের বিএসসি (অনার্স/বিএসসি-এজি (অনার্স)/সমমান এবং এমএসসি/সমমানে সনাতন পদ্ধতিতে উভয় পরীক্ষায় ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে অথবা গ্রেডিং পদ্ধতিতে সিজিপিএ ৪.০-এর স্কেলে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.২৫ থাকতে হবে। সেই সঙ্গে অবশ্যই এমফিল/সমমান ডিগ্রি থাকতে হবে। এখানে উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রিধারীরা ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্র জমা দিতে পারবেন। উল্লেখ্য, বিস্তারিত জানতে নিচের ছবিতে ক্লিক করে ভর্তি বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

ছবি: সংগৃহীত

আবেদনফরমের লিংক

আগ্রহীরা আবেদন ফরম ডাউনলোড করতে www.ru.ac/bd/ibsc ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। অথবা বিশ্ববিদ্যালয়ের ৪৪৩ নম্বর অফিসরুম থেকেও সরাসরি আবেদন ফরম সংগ্রহ করা যাবে। উল্লেখ্য, আবেদন ফি এক হাজার টাকা (১০০০)।