জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু, চলবে আরও চার দিন

প্রথম আলো ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, যা ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) পরীক্ষার মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়। বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত মোট ছয়টি শিফটে অনুষ্ঠিত হবে এই ইউনিটের পরীক্ষা। এর মধ্যে প্রথম দুই শিফটে ছাত্রীদের এবং শেষ চার শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২২৩টি ছাত্রদের, ২২৩টি ছাত্রীদের আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫ ছাত্র এবং ১৬ হাজার ৭১১ ছাত্রী আবেদন করেছেন।

‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা সকাল আটটা থেকেই নির্ধারিত কেন্দ্রের সামনে আসতে শুরু করেন। পরে সকাল সাড়ে আটটায় পরীক্ষাকেন্দ্র খুলে দেওয়া হয়। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মুঠোফোন, ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে নিয়ে যেতে দেওয়া হয়নি।

প্রথম শিফটের পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য নূরুল আলম সাংবাদিকদের বলেন, ‘সুন্দর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। উপস্থিতির হার ৭০-৮০ শতাংশ। আমরা এ বছর ভাসমান কোনো দোকান বসতে দিইনি। সে জন্য ভিড়ও কম আছে। নির্বিঘ্নে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।’

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন