ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ও উপাদানকল্প কলেজে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির সময় প্রতারণার বিষয়ে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও উপাদানকল্প কলেজের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নির্বাচিত তাওহিদ হৃদয়-মোরসালিন-জিকো–ঋতুপর্ণাসহ ৪৯ খেলোয়াড়

আরও পড়ুন

যুক্তরাজ্যে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য দুঃসংবাদ, বাড়ল ফি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রমে ব্যবহারের জন্য অফিস বা তার কোনো কর্মকর্তা/ কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টুইটার, লিঙ্কডইন ইত্যাদি ব্যবহার করে না। ভর্তিবিষয়ক ওয়েবসাইট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংক একাউন্ট ব্যতীত অন্য কোনোভাবে টাকা জমা নেয় না।

আরও পড়ুন

ইনমা স্কলারশিপ, বয়স ৪৫-এর নিচে হলেই আবেদন

আরও পড়ুন

মধ্যপ্রাচ্যের যে ১২ বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস ছাড়াই বৃত্তি নিয়ে ভর্তির সুযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ব্যক্তির যেকোনো ধরনের প্রচারণা বা লেনদেনের তথ্য নিশ্চিতভাবে একটি ‘প্রতারণামূলক’ কার্যক্রম। এ বিষয়ে সব শিক্ষার্থীকে সতর্ক থাকার জন্য নির্দেশনা প্রদান করা হলো। শিক্ষার্থীরা সশরীর হাজির হয়ে অথবা [email protected] ই–মেইলে যোগাযোগ করে তাঁর সমস্যা সরাসরি জানাতে পারেন।