একাদশে ভর্তিতে আবেদনের ফল প্রকাশ

গত ২৮ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিনে উচ্ছ্বসিত বরিশালের সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অপেক্ষা একাদশে ভর্তির। সেই প্রক্রিয়ার প্রথম ধাপের ফলাফল আজ প্রকাশ করা হয়েছে
ছবি: সাইয়ান

২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে কলেজে ভর্তির আবেদনের প্রথম পর্যায়ে নির্বাচিতদের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার রাতে একাদশ শ্রেণির ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) এই ফল প্রকাশ করা হয়।

ভর্তিবিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর রাত ১২টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ ছাড়া রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা (ওয়েবসাইটে উল্লেখিত অপারেটরের মাধ্যমে) জমা দিতে হবে। এরপরই ভর্তির প্রাথমিক নিশ্চয়ন করতে হবে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে।

একাদশে ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে।