পলিটেকনিকে ভর্তিতে প্রথম ধাপের আবেদন শেষ ৩১ আগস্ট, ফি ১৬০ টাকা
কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (পলিটেকনিক ইনস্টিটিউট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন চলছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। প্রথম ধাপের আবেদন চলবে ৩১ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ভর্তি–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার দুই ধাপে ভর্তিতে আবেদন করার সুযোগ দিচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড।
কারিগরি বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-মেরিন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-অ্যাগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেন্সি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং দুই বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্স শিক্ষাক্রমে ভর্তি কার্যক্রম চলছে। ভর্তি আবেদন অনলাইনে পূরণ করে ১৬০ টাকা ফি জমা দিতে হবে।
আবেদন ও ভর্তি নিশ্চায়নের সময়সীমা
প্রথম পর্যায়: প্রথম পর্যায়ের আবেদন ৯ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৩১ আগস্ট পর্যন্ত। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়ন করতে হবে আগামী ৭ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে।
দ্বিতীয় পর্যায়: দ্বিতীয় পর্যায়ে আগামী ১৩ সেপ্টেম্বরে আবেদন শুরু হয়ে চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ পর্যায়ে ভর্তি নিশ্চায়নের তারিখ ১৯ থেকে ২২ সেপ্টেম্বর।
চার বছর মেয়াদি কয়েক বিষয়ে আবেদন
চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং/ টেক্সটাইল/ কৃষি/ ফিশারিজ এবং দুই বছর মেয়াদি এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্সে ৯ আগস্ট থেকে আবেদন শুরু হয়ে চলবে আগামী ৫ অক্টোবর পর্যন্ত।
আবেদন যেভাবে
আবেদনকারীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের www.bteb.gov.bd, http://www.bteb.gov.bd, www.btebadmission.gov.bd ও http://www.btebadmission.gov.bd বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নির্ধারিত আবেদন ফরমে আবেদন করতে হবে;
আবেদনপত্রের সব তথ্য যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপলোড করতে হবে;
পছন্দের এক বা একাধিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ ১৫টি (পনেরো) টেকনোলজি/ ট্রেড/ স্পেশালাইজেশন পূরণ করা যাবে;
অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ১৬০ টাকা আবেদন ফি জমা দিতে হবে;
ভর্তি ও ক্লাস কবে
আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবরে ভর্তি হতে হবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর থেকে।