কুয়েটে ভর্তি পরীক্ষা ১১ জানুয়ারি, সিট প্ল্যান প্রকাশ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক কোর্সে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস(সিট প্ল্যান) প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে। ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১১ জানুয়ারি)।
এর আগে যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রও ডাউনলোড চলছে। কুয়েটের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার বিস্তারিত আসন বিন্যাস (সিট প্ল্যান) প্রকাশ করা হয়েছে। প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান করে বিস্তারিত জানা যাবে। রিসেট পাসওয়ার্ড অপশনে গিয়ে আবেদনের সময় ব্যবহৃত মোবাইল ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ডও পরিবর্তন করা হবে।
এবার সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদসমূহে ১৬টি বিভাগে এক হাজার ৬৫টি আসনে এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
কোনো বিভাগে কত আসন—
২০২৪-২৫ শিক্ষাবর্ষে পুরকৌশল, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ও যন্ত্রকৌশল অনুষদের মোট ১৬টি বিভাগে সংরক্ষিত ৫টিসহ মোট ১ হাজার ৬৫টি আসন রয়েছে।
ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ নিয়ে ‘ক’ গ্রুপ; ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ নিয়ে ‘খ’ গ্রুপ গঠিত।
পরীক্ষার বিষয় ও নম্বর বণ্টন—
এবারের ভর্তি পরীক্ষায় ২০২৪ সালের উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচি অনুযায়ী গণিত, পদার্থবিদ্যা, রসায়ন ও ইংরেজি বিষয়ের ওপর এমসিকিউ পদ্ধতিতে ‘ক’ গ্রুপের জন্য ৫০০ নম্বর এবং ‘খ’ গ্রুপের জন্য ৫০০ নম্বরের এমসিকিউয়ের পাশাপাশি অতিরিক্ত মুক্তহস্ত অঙ্কনের ১০০ নম্বরসহ মোট ৬০০ নম্বরের পরীক্ষা হবে। এ ক্ষেত্রে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের প্রতিটিতে ১৫ টি এবং ইংরেজি বিষয়ে ১০টি প্রশ্ন থাকবে। ‘খ’ গ্রুপের জন্য এগুলোর পাশাপাশি মুক্তহস্ত অঙ্কনের জন্য ৪টি অতিরিক্ত প্রশ্ন থাকবে।
*গুরুত্বপূর্ণ তারিখ—
ভর্তি পরীক্ষার তারিখ ও সময়: ১১ জানুয়ারি (শনিবার)
পরীক্ষার ফল বা মেধাতালিকা প্রকাশ: ২৬ জানুয়ারি (রোববার)।
সিট প্ল্যান দেখতে এখানে ক্লিক করুন