ষষ্ঠ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন চলছে। এবারের অলিম্পিয়াডে The Olympic মূল থিমের ওপর রোবট তৈরি করতে হবে প্রতিযোগীদের। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উদ্যোগে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক—এ আয়োজন করবে।
দুটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নিতে পারবে এ প্রতিযোগিতায়। ২০১১ থেকে ২০১৬ সালে জন্মগ্রহণকারী শিক্ষার্থী জুনিয়র বিভাগে এবং ২০০৫ থেকে ২০১০ সালে জন্মগ্রহণকারী শিক্ষার্থী চ্যালেঞ্জ বিভাগে অংশ নিতে পারবে। অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হবে।
প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরি
পাঁচ ক্যাটাগরির এ প্রতিযোগিতায় ক্রিয়েটিভ ও রোবট ইন মুভি ক্যাটাগরিতে এক দলে সর্বোচ্চ তিনজন করে, ফিজিক্যাল ক্যাটাগরিতে এক দলে দুজন এবং ড্রোন মেজ ও রোবটিকস কুইজ ক্যাটাগরি হবে একক প্রতিযোগিতার।
প্রতিযোগিতা কবে
আগামী ১৩ থেকে ১৬ সেপ্টেম্বর সব ক্যাটাগরির বাছাই পর্ব অনলাইনে অনুষ্ঠিত হবে। এ পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে ২৯ ও ৩০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সরাসরি জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে।
রেজিস্ট্রেশন কবে, কীভাবে
আগ্রহী প্রার্থীরা ৭ সেপ্টেম্বরের মধ্যে এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে পারবে। এ ছাড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের প্রার্থীর করণীয় সম্পর্কেও জানা যাবে।