কারিগরি বোর্ডের পোলট্রি ফার্মিং এবং অ্যানিম্যাল হেলথ বিষয়ে সার্টিফিকেট কোর্স, ফি ৩৩৫ টাকা
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত সার্টিফিকেট কোর্স (১ বছর) শিক্ষাক্রমের পোলট্রি ফার্মিং টেকনোলজি (১৯) এবং অ্যানিম্যাল হেলথ অ্যান্ড প্রোডাকশন টেকনোলজি (২০) এর জুলাই, ২০২৪-জুন, ২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি করা শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করতে হবে। কোনো অনুমোদিত বিদ্যালয়/শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কমপক্ষে এসএসসি/সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতি ট্রেডে আসনসংখ্যা হবে ৫০ জন। এর মধ্যে মূল আসন ৪০ জন এবং ড্রপআউট ১০ জন। প্রতি ট্রেডে শিক্ষার্থীর সংখ্যা ৫ জনের কম হলে ওপরের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ—
ডাটা এন্ট্রি: ০১-১০-২০২৪ থেকে ১৫-১০-২০২৪ পর্যন্ত
পেমেন্ট ও রেজিস্ট্রেশন: ১৫-১০-২০২৪ থেকে ২২-১০-২০২৪ পর্যন্ত
ফাইনাল লিস্ট ও রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট: ২৭-১০-২০২৪ থেকে ৩০-১০-২০২৪ পর্যন্ত
রেজিস্ট্রেশন কার্ড A4 সাইজ (100 gsm) অফসেট কাগজে রঙিন প্রিন্ট করতে হবে
ফি কত: রেজিস্ট্রেশন ফি ৩৩৫ টাকা
ই-সেবা প্ল্যাটফর্ম ই-সেবা এর মাধ্যমে প্রতিষ্ঠানসমূহকে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পাদন করতে হবে। বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট।