গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষ
গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এর মধ্য দিয়ে শেষ হলো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
গুচ্ছ ভর্তিবিষয়ক কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের ফলাফল পুনর্নিরীক্ষার সুযোগ দেবে এবং ভর্তিবিষয়ক পরবর্তী করণীয় শিক্ষার্থীদের দ্রুত জানাবে।
আজ শনিবার ১৮ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ মোট ২৫টি কেন্দ্রে বাণিজ্য বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২২টি বিশ্ববিদ্যালয়ে বাণিজ্য বিভাগে মোট ৩ হাজার ৭০টি আসন রয়েছে। এ আসনগুলোর বিপরীতে মোট ৪২ হাজার ১১০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা শেষে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল হক বলেন, ‘সুষ্ঠুভাবে সব ইউনিটের ভর্তি পরীক্ষা আমরা নিতে পেরেছি। দ্রুত ফল প্রকাশ করার ব্যবস্থা নেওয়া হবে। ফল প্রকাশের পর পুনর্নিরীক্ষণের সুযোগ দেওয়া হবে শিক্ষার্থীদের।’
উপাচার্য বলেন, ‘আমরা শিক্ষার্থীদের মেরিট পজিশন প্রকাশ করিনি। এতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না। কারণ, বিশ্ববিদ্যালয় ভর্তি হতে এর কোনো প্রভাব থাকবে না। সবার পছন্দ অনুযায়ী, বিশ্ববিদ্যালয় পছন্দ তালিকা দেওয়া শেষে যার যার যোগ্যতা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাবে। আর এ বিষয়ে দ্রুত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া উপাচার্যদের কোর কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।’