জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু ৩ সেপ্টেম্বর, ভর্তি হতে হবে ২ সেপ্টেম্বরের মধ্যে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু আগামী ৩ সেপ্টেম্বর। একই সঙ্গে প্রাথমিকভাবে ভর্তি করা ও মাইগ্রেশনের মাধ্যমে গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের আগামী ২ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত ভর্তি হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য এ বিষয়ে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ওহিদুজ্জামান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রেজিস্ট্রার ওহিদুজ্জামান বলেন, ভর্তি ও ক্লাস শুরুর বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়মিত ক্লাসের সময়সূচি সংশ্লিষ্ট ইনস্টিটিউট ও বিভাগ শিক্ষার্থীদের জানিয়ে দেবে। আর আগামী ২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে নিজ প্যানেলে লগইন করে ভর্তি ফি অনলাইনে জমা দিতে হবে। এ ক্ষেত্রে প্রাথমিক ভর্তি ফি বাবদ পূর্বের জমা করা পাঁচ হাজার টাকা বাদ যাবে।

আরও পড়ুন

রেজিস্ট্রার বলেন, ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি সংশ্লিষ্ট বিভাগে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। পাশাপাশি বিভাগ থেকে কাগজপত্র জমাদানের স্লিপ নিয়ে সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিয়ে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন

ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তির জন্য চূড়ান্ত ভর্তি ফি জমাদানের রসিদ, প্রাথমিক ভর্তি নিশ্চিতের জন্য মূল নম্বরপত্র জমাদান স্লিপের ফটোকপি, গুচ্ছের ভর্তি পরীক্ষা পর্যবেক্ষকের স্বাক্ষরিত প্রবেশপত্র, অনলাইন থেকে প্রিন্ট করা ভর্তি ফরম ও চার কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি একই সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।

আরও পড়ুন