জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা চলছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ছবি: প্রথম আলো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের (২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় দিনের ভর্তি পরীক্ষা চলছে। আজ রোববার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি-১’ ইউনিটভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১০টা ২৫ মিনিট থেকে বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত মোট ৫টি পালায় (শিফট) ‘সি’ ইউনিটভুক্ত কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘সি’ ইউনিটের প্রথম তিনটি শিফটে ছাত্রীদের ও পরবর্তী দুটি শিফটে ছাত্রদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

‘সি-১’ ইউনিটে ছাত্রদের ও ছাত্রীদের ৩২টি করে মোট ৬৪টি আসনের বিপরীতে যথাক্রমে ১ হাজার ৮৯৫ জন ছাত্র এবং ২ হাজার ৩৩৪ জন ভর্তি-ইচ্ছুক ছাত্রী আবেদন করেছিলেন। অর্থাৎ ছাত্রদের প্রতি আসনে লড়েছেন ৫৯ জন এবং ছাত্রীদের প্রতি আসনের জন্য ৭৩ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট অধিভুক্ত ‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের ১৯৪টি করে মোট ৩৮৮টি আসন রয়েছে। এর বিপরীতে আবেদনকারীর সংখ্যা ১৮ হাজার ৬৬ জন ছাত্র এবং ২১ হাজার ৭৭৯ জন ছাত্রী। সর্বমোট ৩৯ হাজার ৮৪৫ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এই ইউনিটে ছাত্রদের প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৩ জন এবং ছাত্রীদের আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১২ জন।

কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক বলেন, আজ সি ইউনিটের পরীক্ষা চলছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখনো পাওয়া যায়নি। পরীক্ষার্থীর উপস্থিতি ভালো।

আরও পড়ুন
আরও পড়ুন