গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনপ্রক্রিয়া শুরু

ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদনপ্রক্রিয়া আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু, আবেদন করা যাবে ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত। তবে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি পরিশোধ করা যাবে।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় সর্বনিম্ন ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তির ওয়েবসাইটের মাধ্যমে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে Apply to Individual University লিংকের মাধ্যমে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর লিংক পাওয়া যাবে। সেখানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যাবে।

কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে GST Application ID ও GST Password ব্যবহার করতে হবে। GST Application ID/GST Password ভুলে গেলে শুধু GST ওয়েবসাইট থেকে তা Recover করা যাবে।

আবেদনের কোনো এক পর্যায়ে আবেদনকারীর মুঠোফোন নম্বর OTP-এর মাধ্যমে ভেরিফাই করা হবে। কোনো কারণে মুঠোফোন নম্বর পরিবর্তন করতে চাইলে GST ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদনপূর্বক তা পরিবর্তন করা যাবে।