সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২২ সালের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকেও পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স তৃতীয় বর্ষ ২০২২ সালের পরীক্ষার সময়সূচি স্থগিত করা হলো। পরীক্ষার সময়সূচি ও ফরম পূরণের পরিবর্তন হওয়া তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

এদিকে আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের দাবির বিষয়ে কাল মঙ্গলবার সিদ্ধান্ত হবে। গতকাল রোববার দুপুরে সাত কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইডেন মহিলা কলেজের অধ্যাপক সুরাইয়া আক্তার সাংবাদিকদের এ কথা বলেন।

আরও পড়ুন

নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে যাওয়ার (প্রমোশন) সুযোগের দাবিতে সড়ক অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে রোববার দুপুর ১২টা থেকে সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করেন।

আরও পড়ুন

অধ্যাপক সুরাইয়া আক্তার সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের ছয়টি দাবি ইতিমধ্যে মেনে নেওয়া হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা এখন যে দাবি করছে, এ বিষয়ে আমরা মঙ্গলবার সভায় সিদ্ধান্ত নেব। শিক্ষার্থীদের এই বার্তাই দিতে এসেছিলাম। কিন্তু শিক্ষার্থীরা আমাদের কথা শোনেনি।’

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এ কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

আরও পড়ুন