জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল কোর্সওয়ার্ক পরীক্ষার ফরম পূরণ শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আর্টস গ্রুপের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিষয়ের এমফিল কোর্সওয়ার্ক পরীক্ষার ফরম পূরণ চলছে। গতকাল সোমবার শুরু হওয়া ফরম পূরণ চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। এ–সংক্রান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি, আর্টস গ্রুপের অধীনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ইংরেজি বিষয়ের এমফিল কোর্সওয়ার্ক পরীক্ষার ফরম পূরণ ৬ থেকে ২০ জানুয়ারির মধ্যে করতে হবে। গবেষকদের পরীক্ষার ফরম পূরণের জন্য বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত হারে ফিস সোনালী ব্যাংক, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখায় জমা দিতে হবে।
পরীক্ষার ফরম পূরণের ফিসের হার—১১ মাসের (১১*১৫০০ টাকা) বেতন ১৬ হাজার ৫০০ টাকা এবং চার পত্রের পরীক্ষার ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মোট ১৭ হাজার ৫০০ টাকা দিতে হবে।