চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, সংশোধনী ফি ও তথ্য সংশোধন ২৬ জানুয়ারি পর্যন্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া গতকাল সোমবার (২০ জানুয়ারি) শেষ হয়েছে। আবেদনপত্রে যেকোনো প্রকার সংশোধনী বা ভর্তি পরীক্ষাসংক্রান্ত যেকোনো ডকুমেন্টের ডুপ্লিকেট কপি নেওয়ার জন্য (প্রযোজ্য ক্ষেত্রে) ৩০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। অর্থাৎ আবেদনসংক্রান্ত সব সংশোধনী ২৬ জানুয়ারি পর্যন্ত সংশোধন করা যাবে। এ সময়ের মধ্যে তথ্যও সংশোধন করা যাবে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বার্তায় বলা হয়েছে, আবেদনকারীরা রকেট অ্যাপস–এর মাধ্যমে প্রযোজ্য ক্ষেত্রে আবেদনের সংশোধন ফি (৩০০ টাকা) ২৬ জানুয়ারির মধ্যে পরিশোধ করতে পারবেন। প্রোফাইলের তথ্যও সংশোধন করতে পারবেন। আবেদন শেষ হলেও ফি জমা দেওয়া যাবে ৩ জানুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন

আবেদন ফি—

গতবারের মতো এবারও প্রতি ইউনিট/উপ-ইউনিটের আবেদন ফি ৯০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর সঙ্গে প্রসেসিং ফি বাবদ ১০০ টাকা কাটা হবে। সুতরাং প্রতি ইউনিটে আবেদন ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত আবেদন ফি মোবাইল ব্যাংকিং ‘রকেট’ বা ‘বিকাশ’-এর মাধ্যমে জমা দেওয়া যাবে।

আবেদনকারী বিকাশ বা রকেটের মাধ্যমে আবেদন ফি দিতে পারবেন। আবেদন ফি জমা হলে আবেদনকারীর মোবাইলে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবেদনকারীর প্রোফাইলের ‘Application’ ট্যাবে সংশ্লিষ্ট ইউনিট/উপ- ইউনিট বক্সে ‘Application Status Table’ -এ Bill Number এর পাশে সবুজ রংয়ে Paid লেখা দেখা যাবে এবং সেই ইউনিট/উপ-ইউনিটের ‘Payment Slip’ বাটন দেওয়া থাকবে। ওই বাটনে ক্লিক করে টাকা জমার রসিদ ( Payment Slip) ভর্তি পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত ডাউনলোড করা যাবে।

আবেদন ফি জমাদান শেষে বিকাশ বা রকেট হতে প্রাপ্ত ট্রানজেকশন আইডি (TrxID) ও সিস্টেম হতে প্রাপ্ত Payment Slip সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য যে, আবেদন ফি সঠিকভাবে প্রদান করা না হলে আবেদনকারী সংশ্লিষ্ট ইউনিট/উপ-ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকরতে পারবেন না।

আরও পড়ুন

ভর্তি পরীক্ষা কোথায় হবে—

ভর্তি পরীক্ষা চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহীতে ঘোষিত কেন্দ্র/কেন্দ্রগুলোয় একই তারিখ ও সময়ে অনুষ্ঠিত হবে। তবে ‘বি-১’, ‘বি-২’ ও ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। আবেদনকারী কোন বিভাগীয় শহরে পরীক্ষা দিতে ইচ্ছুক, আবেদন করার সময় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দের ক্রমে সঠিকভাবে জানাতে হবে।

আরও পড়ুন

কোন ইউনিটের পরীক্ষা কবে—

  • ‘এ’ ইউনিটের পরীক্ষা ১ মার্চ

  • ‘বি’ ইউনিটের পরীক্ষা ৮ মার্চ

  • ‘বি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ১০ মার্চ

  • ‘বি-২’ উপ-ইউনিটের পরীক্ষা ১১ মার্চ

  • ‘সি’ ইউনিটের পরীক্ষা ১৫ মার্চ

  • ‘ডি’ ইউনিটের পরীক্ষা ২২ মার্চ

  • ‘ডি-১’ উপ-ইউনিটের পরীক্ষা ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।

  • বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুন