এইচএসসিতে প্রায় ৭ লাখ বেশি আসন রয়েছে: শিক্ষামন্ত্রী

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে, একাদশে ভর্তির জন্য তার চেয়ে সাত লাখ আসন বেশি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি
ছবি: বাসস

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, এসএসসিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের চেয়ে এইচএসসিতে প্রায় সাত লাখ বেশি আসন রয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। সবাই সিট পাবে। এসএসসি পরীক্ষায় কী কারণে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, তা খতিয়ে দেখে ভালো ফলাফলের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজ সোমবার চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।  

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের এসএসসি পরীক্ষায় যে পরিমাণ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তার চেয়ে সাত লাখ সিট বেশি আমাদের আছে। সবাই আগামীতে সিট পাবে। তা ছাড়া ভালো শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও সব শিক্ষাপ্রতিষ্ঠানে আমাদের প্রশিক্ষিত ও যোগ্য শিক্ষক আছে। কাজেই কারও প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের খুব বেশি মাহাত্ম্য আছে বলে মনে করি না। তবে এসএসসি পরীক্ষায় কী কারণে ৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি, তা খতিয়ে দেখে ভালো ফলাফলের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

এর আগে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শিক্ষামন্ত্রী বলেন, ‘এই বিজয়ের মাসে মহান মুক্তিযুদ্ধে যাঁরা আত্মাহুতি দিয়েছেন, সেই বীরদের শ্রদ্ধা জানাই। আমাদের এই বিজয়ের মাসে আমরা দেখছি কেউ কেউ রাজনীতির নামে অস্থিরতা সৃস্টি করতে চাইছেন। বাঙালি বীরের জাতি। বাঙালি স্বাধীনতা ছিনিয়ে এনেছে, গণতন্ত্র ছিনিয়ে এনেছে। এখন উন্নয়নের পথে আমরা আছি এবং উন্নয়নের যে মহাসড়কে আমরা আছি, তা বঙ্গবন্ধু-কন্যার নেতৃত্বে। বাঙালি চায় আমাদের দেশে এই উন্নয়নযাত্রা অব্যাহত থাকুক। সেখানে যেন কোনো অস্থিতিশীলতা সৃষ্টি না হয়। কোনো ধরনের অরাজকতার সৃষ্টি না হয়।  কোনো অগ্নি-সন্ত্রাস আমরা দেখতে চাই না। আমরা আর কোনোভাবেই এ সন্ত্রাসীদের দেখতে চাই না। কেউ যদি অরাজকতা সৃস্টি করতে চায়, অস্থিরতা সৃস্টি করতে চায়, আমরা তাদের জনগণকে নিয়ে প্রতিহত করব।’

এ সময় মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, পৌর মেয়র জিল্লুর রহমান, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।